এখানেই গড়ে উঠেছে ফুল—ফল সহ রকমারি পাতা বাহারের গাছ এবং মাটির তৈরী বিভিন্ন ঘর সাজানোর সরঞ্জামের বাজার৷ উত্তর—পূর্ব ভারতের প্রবেশদ্বার শিলিগুড়ি প্রবেশের মুখে মাটিগাড়ার পাল পাড়ায় এসে পর্যটকেরা কিনে নিয়ে যায় তাঁদের পছন্দের ইন্ডোর ও আউটডোর প্লান্ট ও মাটির তৈরী সরঞ্জাম ৷ কিন্তু বর্তমানে বালাসন নদীর ডাইভারসন ভেঙ্গে যাওয়ার ফলে মন্দা চলছে ব্যবসায়িদের ৷
advertisement
আরও পড়ুনঃ মাথা ব্যথার কারণ যানজট সমস্যা, অতিষ্ঠ নগরবাসী!
নেই পর্যটকের দেখা৷ বিক্রি নেই তাঁদের দোকানে তাই দুঃশ্চিন্তায় রয়েছেন তাঁর ৷ তাঁদের ভাবনা কবে ঠিক হবে বালাসন সেতু এবং স্বাভাবিক হবে যান চলাচল ও আবার গ্রাহকে ভরবে তাঁদের দোকান ৷গত বছর নভেম্বর মাস থেকে বালাসন নদীর সেতু খারাপ থাকায় বেলি ব্রীজ দিয়ে ওয়ান ওয়ে করে দেওয়ায় সমস্যায় পড়তে হচ্ছে সাধারন মানুষকে৷
আরও পড়ুনঃ দীর্ঘ ১৫ বছর ধরে রাস্তা ও নিকাশি ব্যবস্থা বেহাল বৈকুণ্ঠপল্লি এলাকায়!
এতেই নাজেহাল সাধারন মানুষ ও পর্যটকেরা ৷ এখন সবসময় জ্যাম হয়ে থাকছে এই বাজারের উপর দিয়ে যাওয়া এশিয়ান হাইওয়ে দুই যার ফলে পর্যটকেরা তাঁদের গাড়ি দাঁড় করিয়ে আসতে পারছে না দোকানে তাই ক্ষতির সম্মুখিন হচ্ছে এখানকার ব্যবসায়ীরা বে জানান স্থানীয় ব্যবসায়ী ৷ তাই তাঁরা বালাসন নদীর উপর সেতু সমস্যার দ্রুত সমাধান চাইছেন ৷
Anirban Roy