TRENDING:

Madhyamik Exam 2023: পরীক্ষা শুরুর আগেই মাধ্যমিক পরীক্ষার্থীদের বিরাট স্বস্তি, আর রইল না দুশ্চিন্তা

Last Updated:

Madhyamik Exam 2023: রাজনৈতিক ও প্রশাসনিক চাপে পরে অবশেষ বনধ স্থগিত করার সিদ্ধান্ত নেয় অজয় এডওয়ার্ড ও বিনয় তামাংরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দার্জিলিং: মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারির পরই বনধ স্থগিত করার সিদ্ধান্ত নিল বিরোধীরা। বিধানসভায় বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব পাস হতেই পাহাড়ে প্রথমে চব্বিশ ঘন্টা অনশন ও ১২ ঘন্টার পাহাড় বনধের ডাক দিয়েছিল বিরোধীরা। মুখ্যমন্ত্রী শিলিগুড়িতে সফরে থাকাকালীন ওই বনধের বিষয়টি জানতেই চরম ক্ষোভ প্রকাশ করেন। চরম হুশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। বনধ করলে কড়া আইনি পদক্ষেপের নির্দেশ দিয়েছিলেন পুলিশ ও প্রশাসনকে। অন্যদিকে, বনধকে কোনভাবেই সমর্থন নয় বলে সাফ জানিয়ে দেয় জোট সঙ্গী জিএনএলএফও। ফলে রাজনৈতিক ও প্রশাসনিক চাপে পরে অবশেষ বনধ স্থগিত করার সিদ্ধান্ত নেয় অজয় এডওয়ার্ড ও বিনয় তামাংরা।
মাধ্যমিক পরীক্ষার আগে দুশ্চিন্তা কমল
মাধ্যমিক পরীক্ষার আগে দুশ্চিন্তা কমল
advertisement

প্রসঙ্গত, ২৩ ফেব্রুয়ারি পাহাড় বনধের ডাক দেওয়া হয়েছিল। সকাল ৬টা থেকে সন্ধে ৬ টা পর্যন্ত ১২ ঘণ্টার বনধ । বন্‌ধ এবং অনশন কর্মসূচি ঘিরে তাঁদের অভিযোগ, সোমবার বিধানসভায় বঙ্গভঙ্গ বিরোধিতায় যে প্রস্তাব পাশ হয়েছে তাতে গোর্খাদের অপমান করা হয়েছে। তাঁদের পূর্ণ সমর্থন করেছেন বিমল গুরুং। তাই এই বন্ধ পাহাড়বাসীর কাছে আপিল করা হয়েছিল। তবে তিনি বলেন বন্ধ তুলে নেওয়া হচ্ছে না, আপাপাতোট স্থগিত করে হল।

advertisement

আরও পড়ুন: দেশের এমন দুটি স্টেশন, পৌঁছতে লাগে মাত্র ১ সেকেন্ড! রয়েছে এই কলকাতাতেই, অবাক করা তথ্য

অন্য দিকে মুখ্যমন্ত্রী শিলিগুড়ির সভাস্থল থেকে স্পষ্ট বলেন, ‘‌কেউ কেউ আছে, ভাবে বছরে একবার বন্‌ধ করতে হয়। যদিও বন্‌ধের রাজনীতি বাংলা থেকে উঠে গেছে। বাংলায় আমরা বন্‌ধ করতে দিই না। বাংলাটাকে খোলা রাখতে হবে। খোলা রাখলেই চাকরি বাকরি হবে। শিল্প হবে, পর্যটন বাড়বে। উন্নয়ন বাড়বে, বাস চলবে, গতি আসবে। পড়াশোনা চলবে, সবকিছু চলবে। তবেই তো বাংলা এগিয়ে যাবে। আর যদি কেউ মনে করে রাজনৈতিক কর্মসূচি হিসেবে ৫ বছরে একবার বন্‌ধ করি, আর দেখাই আমার ক্ষমতা, সেক্ষেত্রে আমি পরিষ্কার বলে যাচ্ছি, কোনও বন্‌ধ হবে না। বনধ করলে আমরা বন্‌ধ সমর্থন করব না। এটা আমাদের নীতি, ১১ বছরে দেখিয়ে দিয়েছি।’‌

advertisement

View More

আরও পড়ুন: ভারতের সবচেয়ে বড় স্টেশন কোনটি? নাম শুনলে চমকে উঠবেন, গর্বও হবে! দ্বিতীয়টি নামটিতেও বিরাট চমক

বনধ নিয়ে এদিন জরুরি বৈঠকে বসেন অনশনে অংশ নেওয়া বিনয় তামাং সহ জিটিএ-এর ৯ সদস্য৷ সেই বৈঠকের পর বনধ স্থগিত রাখার কথা জানিয়েছেন বিনয়৷ তবে তরাই ডুয়ার্স পাহাড়ের সমস্ত আদিবাসী গোষ্ঠীর সঙ্গে আলোচনা করে বৃহত্তর আন্দোলনে নামা হবে বলে জানালেন বিনয় তামাং।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

----অনির্বাণ রায়

বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Madhyamik Exam 2023: পরীক্ষা শুরুর আগেই মাধ্যমিক পরীক্ষার্থীদের বিরাট স্বস্তি, আর রইল না দুশ্চিন্তা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল