একে একে সম্মিলিত বাদ্যি-বাজনা, মন্ত্রোচ্চারণ ও পূজা-অর্চনার মধ্য দিয়ে বিজয়ার শোভাযাত্রা সকল ক্লাবগুলো। সাহু নদীর নিরঞ্জন ঘাটে নদীর জলে একে একে বিসর্জন দেওয়া হলো প্রতিমা। মহানবমীর দিনও আগের দিনের মতো শিলিগুড়ির পূজা মণ্ডপগুলোতে মানুষের ঢল নেমেছিল। হাজার হাজার দর্শনার্থী মণ্ডপগুলোতে ঘুরে ঘুরে প্রতিমা দর্শন করেছেন।
আরও পড়ুনঃ শিলিগুড়ির এই মন্ডপ যেন জীবনযাত্রার প্রতিবিম্ব! থিমের নাম সংসার
advertisement
বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা মানুষের প্রতি শুভ বিজয়ার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে পৃথক বিবৃতি দিয়েছেন। বিশ্বাস পরিবারের এক সদস্যা জানান, প্রতিবারই বিসর্জনের দিন একটু মন খারাপ হয়। তবে আগামী বছরের দুর্গাপুজোর অপেক্ষায় আনন্দও উৎসাহের সাথে মায়ের বিসর্জন দিয়ে বিশ্বাস বাড়ির লোকেরা আজ বাড়ি ফিরে গেলো।
Anirban Roy
advertisement
Location :
First Published :
October 05, 2022 9:19 PM IST