TRENDING:

Siliguri News: পঞ্চায়েত সদস্যের পরিচয় দিয়ে প্রতারণা! পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা

Last Updated:

পঞ্চায়েত সদস্যের পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে এক যুবককে বেঁধে রেখে পুলিশের হাতে তুলে দিল গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে উত্তর শান্তিনগরের নেতাজী পাড়া এলাকায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শিলিগুড়ি : পঞ্চায়েত সদস্যের পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে এক যুবককে বেঁধে রেখে পুলিশের হাতে তুলে দিল গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে উত্তর শান্তিনগরের নেতাজী পাড়া এলাকায়। অভিযোগ ওই যুবক নিজেকে পঞ্চায়েত সদস্যের পরিচয় দিয়ে বিভিন্ন লোকের কাছে টাকা আদায় করতো। এদিন হাতেনাতে ধরা পড়ে যাওয়ার পর এলাকাবাসীরা তাকে লাইটের পোলের সঙ্গে বেঁধে রাখে। এরপর ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে আশিঘর ফাঁড়ির পুলিশ । এরপর ওই যুবককে আটক করে থানায় নিয়ে যায়।
advertisement

অভিযোগ, নিজেকে পঞ্চায়েত সদস্যের পরিচয় দিয়ে একাধিক মানুষের কাছ থেকে প্রায় লক্ষাধিক টাকা প্রতারণা করেছে ওই যুবক। জানা গিয়েছে, যুবকের নাম লাল্টু ঘোষ। এলাকাবাসীদের আরও অভিযোগ, উত্তর শান্তিনগরের এক বাসিন্দাকে জন্ম প্রমাণপত্র বের করে দেওয়ার নামে টাকা নিয়েছে লাল্টু, তবে এখনো পর্যন্ত সে জন্ম প্রমাণপত্র হাতে পায়নি ওই ব্যক্তি।

advertisement

আরও পড়ুনঃ মুকুটে নতুন পালক, শিলিগুড়ি শহর জুড়ে এবার চলবে লোকাল ট্রেনও!

শুধু তাই নয় এক চাল ব্যবসায়ীর কাছ থেকে ২৪ হাজার টাকা ঋণ নিয়ে এক মাস পেরিয়ে গেলেও তা শোধ করেনি লাল্টু। এরপর লাল্টুর বাড়ি গিয়ে বেশ কয়েকবার খোঁজাখুঁজি করা হলেও তাকে পাওয়ায় স্থানীয়রা ক্ষুদ্ধ হয়। এরপর এদিন ওই যুবককে এলাকায় হাতেনাতে ধরে ফেলে গ্রামবাসীরা। এরপর দড়ি দিয়ে বেঁধে রেখে পুলিশের হাতে তুলে দেওয়া হয় ওই যুবককে। পরিমল দাস বলেন, আমার পরিচিত একজনের জন্ম প্রমাণপত্র বানিয়ে দেওয়ার নাম করে সাড়ে তিন হাজার টাকা নিয়েছিল লাল্টু।

advertisement

View More

আরও পড়ুনঃ তৈরি হচ্ছে সত্যজিৎ রায়ের নামাঙ্কিত বায়ো ডাইভার্সিটি পার্ক

এরপর দীর্ঘদিন পেরিয়ে গেলেও সেই জন্ম প্রমাণপত্র আমি আজও হাতে পায়নি। লাল্টু নিজেকে পঞ্চায়েত সদস্য বলে পরিচয় দিত। বিভিন্ন রকম ভাবে নাগরিকদের প্রতারণা করতো।এবিষয়ে ডাবগ্রাম দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত মিঠু সরকার, আমি এলাকার পঞ্চায়েত। সেই কারণে আমাকে সবার সঙ্গে কথা বলতে হয়। কিন্তু ওর আমি মুখ চিনি তবে ওই যুবক আমাদের পঞ্চায়েত সদস্য নয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

Anirban Roy

বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: পঞ্চায়েত সদস্যের পরিচয় দিয়ে প্রতারণা! পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল