TRENDING:

Siliguri: বেসরকারিকরণের প্রতিবাদে অল ইন্ডিয়া পোস্টাল এমপ্লয়িস ইউনিয়নের বিক্ষোভ

Last Updated:

ভারতীয় ডাক পরিষেবা বেসরকারিকরণের প্রতিবাদে দেশব্যাপী ধর্মঘটের ডাক দিল ডাকবিভাগের কর্মীরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শিলিগুড়ি : ভারতীয় ডাক পরিষেবা বেসরকারিকরণের প্রতিবাদে দেশব্যাপী ধর্মঘটের ডাক দিল ডাকবিভাগের কর্মীরা।বুধবার অল ইন্ডিয়া পোস্টাল ইমপ্লয়েস ইউনিয়ন এই ডাকে সাড়া দিয়ে শিলিগুড়ি প্রধান ডাকঘরের সামনে অবস্থান বিক্ষোভ করে ডাক বিভাগের কর্মীরা।এদিন দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখানকর্মীরা।প্রসঙ্গত উল্লখ্য, যে এই বেসরকারিকরণদেশব্যাপী হচ্ছে প্রাইভেট সংস্থার অধীনে চলে যাবে ডাক জীবন বীমা। তাতে করে কোন নিশ্চয়তা থাকবে না কোন বেসরকারি সংস্থা যদি দেউলিয়া হয়ে যায় তাহলে তার ভার কে নেবে, বলে জানান কর্মীরা। পুরো দেশ জুড়েই চলছে এই বিক্ষোভ তাই এই ডাকে সাড়া দিয়ে শিলিগুড়ি প্রধান ডাকঘরের সামনে অবস্থান বিক্ষোভ করল ডাক বিভাগের কর্মীরা। তবে কিছু কাউন্টারে লম্বা লাইন দেখা গিয়েছে। অধিকাংশ ডাকঘর বন্ধ থাকলেও সব ডাক অফিস খোলা ছিল। কাজও হয়েছে। বিক্ষোভকারী কর্মীরা জানিয়েছেন, সর্বাত্মক এই ধর্মঘট সফল করতে আজ প্রায় জনা পঞ্চাশেক কর্মী অবস্থান বিক্ষোভ করেন।
advertisement

 

 

তাদের দাবি, কেন্দ্র সরকার ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প এবং ডাক জীবনবিমা পরিষেবা দেওয়ার ক্ষেত্রে যে ঘোষণা করেছেন, তাতে কোনো গ্যারান্টি থাকবে না। কর্মীদের একাংশের দাবি কেন্দ্রীয় সরকার ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প এবং জীবন বীমা নিয়ে যে সমস্ত বিষয়ে যা ঘোষণা করেছেন তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।

advertisement

View More

আরও পড়ুনঃ পুর নাগরিকদের আরও ভাল পরিষেবা দিতে চালু ৩ সুস্বাস্থ্য কেন্দ্র

 

 

জানা গিয়েছে, শিলিগুড়ির প্রধান ডাকঘরের একাধিক কর্মীরা এদিনের ধর্মঘটে সামিল হয়েছেন। তবে কর্মীদের অভাবে চিঠি বা পার্সেল বিলি করা যায়নি। সব কাউন্টার খোলা থাকলে।পরিষেবা কিছুটা সমস্যা হয়েছে। অনেক কাউন্টারে লম্বা লাইন দেখা গিয়েছে। অধিকাংশ ডাকঘর বন্ধ থাকলেও সব ডাক অফিস খোলা ছিল।

advertisement

আরও পড়ুনঃ পার্কিং সমস্যায় নাজেহাল শহরবাসী! হেলদোল নেই কারোরই

 

 

এদিন বিক্ষোভের সামিল ডাকঘর বিভাগের কর্মীরা বলেন,কেন্দ্র সরকার ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প এবং ডাক জীবনবিমা পরিষেবা দেওয়ার ক্ষেত্রে যে ঘোষণা করেছেন, তা অবিলম্বে খারিজ করতে হবে। নাহলে এর থেকেও বড় এবং লাগাতার আন্দোলনে নামবেন তারা।

advertisement

 

 

 

সেরা ভিডিও

আরও দেখুন
যা নেবেন মাত্র ৫ টাকা! বিজয়ার মিষ্টির সাবেকি স্বাদ পেতে হলে যেতে হবে এখানে, কোথায় জানেন
আরও দেখুন

Anirban Roy

বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri: বেসরকারিকরণের প্রতিবাদে অল ইন্ডিয়া পোস্টাল এমপ্লয়িস ইউনিয়নের বিক্ষোভ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল