তাদের দাবি, কেন্দ্র সরকার ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প এবং ডাক জীবনবিমা পরিষেবা দেওয়ার ক্ষেত্রে যে ঘোষণা করেছেন, তাতে কোনো গ্যারান্টি থাকবে না। কর্মীদের একাংশের দাবি কেন্দ্রীয় সরকার ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প এবং জীবন বীমা নিয়ে যে সমস্ত বিষয়ে যা ঘোষণা করেছেন তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।
advertisement
আরও পড়ুনঃ পুর নাগরিকদের আরও ভাল পরিষেবা দিতে চালু ৩ সুস্বাস্থ্য কেন্দ্র
জানা গিয়েছে, শিলিগুড়ির প্রধান ডাকঘরের একাধিক কর্মীরা এদিনের ধর্মঘটে সামিল হয়েছেন। তবে কর্মীদের অভাবে চিঠি বা পার্সেল বিলি করা যায়নি। সব কাউন্টার খোলা থাকলে।পরিষেবা কিছুটা সমস্যা হয়েছে। অনেক কাউন্টারে লম্বা লাইন দেখা গিয়েছে। অধিকাংশ ডাকঘর বন্ধ থাকলেও সব ডাক অফিস খোলা ছিল।
আরও পড়ুনঃ পার্কিং সমস্যায় নাজেহাল শহরবাসী! হেলদোল নেই কারোরই
এদিন বিক্ষোভের সামিল ডাকঘর বিভাগের কর্মীরা বলেন,কেন্দ্র সরকার ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প এবং ডাক জীবনবিমা পরিষেবা দেওয়ার ক্ষেত্রে যে ঘোষণা করেছেন, তা অবিলম্বে খারিজ করতে হবে। নাহলে এর থেকেও বড় এবং লাগাতার আন্দোলনে নামবেন তারা।
Anirban Roy