জেলা হাসপাতালে প্রবেশ করার মুখেই ফুটপাথ দখল করে চলছে পানমশলা, বিড়ি-সিগারেটের মত নেশার দ্রব্য বিক্রির কারবার। সেই সঙ্গে আছে ফাস্টফুডের দোকান, অবৈধ পার্কিং। জেলা হাসপাতালের প্রবেশ পথ দখল করে এই সমস্ত কারবার চলার বিষয়টি দেখে হতবাক হয়ে যান শিলিগুড়ির মেয়র গৌতম দেব। এর আগে ফুটপাথ দখলমুক্ত করতে অভিযান চালানো হয়েছিল। কিন্তু পুনরায় ফুটপাত বেদখল হয়ে গিয়েছে। তবে এবার কড়া পদক্ষেপ নেবেন বলে জানান গৌতম দেব। পাশপাশি শিলিগুড়ি জেলা হাসপাতালের সুপারকে নির্দেশ দেন, হাসপাতালের ভেতরে সবুজায়ন ও পার্কগুলোকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে বিশেষ নজর দিতে। এদিকে শনিবারই জেলা হাসপাতালে চালু হল বার্নিং ওয়ার্ড।
advertisement
আরও পড়ুন: শিলিগুড়িতে জাতীয় স্তরের ফুল মেলা, মূল আকর্ষণ রঙবেরঙের গোলাপ
মেল সার্জিক্যাল ওয়ার্ডে তিন শয্যা বিশিষ্ট বার্নিং ওয়ার্ড এবং ফিমেল সার্জিক্যাল ওয়ার্ডে দুই শয্যা বিশিষ্ট বার্নিং ওয়ার্ড চালু হয়েছে। একটি ডিএনবি কনফারেন্স হলেরও উদ্বোধন করেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান গৌতম দেব। পাশাপাশি শিলিগুড়ি জেলা হাসপাতালে চালু করা হল মানসিক রোগের চিকিৎসার বহির্বিভাগ। সপ্তাহে দু'দিন করে একজন মহিলা সাইক্রিয়াটিস্ট আউটডোরে বসবেন বলে জানিয়েছেন গৌতম দেব।
জানা গিয়েছে, জেলা হাসপাতালে ১ থেকে ২৮ দিন পর্যন্ত শিশুদের সব রকমের চিকিৎসা হত। তবে ২৮ দিন থেকে ১২ বছর পর্যন্ত কোনও শিশু যদি জটিল বড় রোগে আক্রান্ত হয়, তাহলে সেই শিশুকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে দিতে বাধ্য হত জেলা হাসপাতাল। তবে এখন থেকে শিলিগুড়ি জেলা হাসপাতালেই ২৮দিন থেকে ১২বছর বয়সী শিশুদের সব রকম চিকিৎসা হবে। রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান গৌতম দেব জানান, রাস্তা ও ফুটপাথ দখল করে ব্যাবসার পাশাপাশি যে যেমন খুশী রাস্তার উপরে বাসন পরিস্কার করছে। এটা কোনভাবে চলতে পারে না। অবিলম্বে হাসপাতালে আগতের কথা মাথায় রেখে প্রবেশ পথের সামনে গজিয়ে ওঠা দোকান সরিয়ে দেওয়া হবে।
অনির্বাণ রায়