কালিম্পং শহরের ট্রাফিক সিগন্যালে আলোর শুভ সূচনা করেন পুরপ্রধান রবি প্রধান। কালিম্পঙের থানাদাঁড়া এলাকায় ট্রাফিক বুথ ও ট্রাফিক সিগন্যাল লাইটের উদ্বোধন করা হয়।
আরও পড়ুন: ৭৩ তম রক্তদান ট্যাক্সি চালকের! লক্ষ্য 'দানের' সেঞ্চুরি করা
প্রশাসন সূত্রে খবর, কয়েক দিনের মধ্যে কালিম্পং শহরের আরও কয়েক জায়গায় ট্রাফিক সিগন্যালে আলোর বন্দোবস্ত করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিম্পঙের পুলিশ সুপার অপরাজিতা রাই। তিনি বলেন, আমাদের শহরে ট্রাফিক সিগন্যাল না থাকায় এখানকার গাড়ি চালকরা বাইরে গেলে তাঁদের সমস্যার মুখে পড়তে হয়।
advertisement
এদিকে শহরেও যানজট সমস্যা বেড়ে চলেছিল। ট্রাফিক সিগন্যাল না থাকায় তা নিয়ন্ত্রণে সমস্যা হচ্ছিল। ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা সম্পূর্ণরূপে গড়ে উঠলে কালিম্পঙের যানজটকে অনেকটাই নিয়ন্ত্রণে নিয়ে আসা যাবে বলে মনে করছেন প্রশাসনিক আধিকারিকরা।
অনির্বাণ রায়