খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। তবে তার আগেই আগুন অনেকটাই আয়ত্তে এসে পড়েছিল। অল্পের জন্য বড়সড়ো অগ্নিকান্ডের হাত থেকে রক্ষা পেল শিলিগুড়ি জংশনের যাত্রী প্রতীক্ষালয়। শনিবার সকালে স্থানীয় মানুষজন যাত্রী প্রতীক্ষালয়ের পাশে জঞ্জালের মধ্যে আগুন জ্বলতে দেখেন। নিমেষে আগুন ছড়িয়ে পড়ে। রেলকর্মী ও স্থানীয়দের কিছুক্ষনের প্রচেষ্টায় আগুন আয়ত্তে আসে। আগুন নিভে যাওয়ার পরই দমকলের একটি ইঞ্জিন আসে ঘটনাস্থলে। অনুমান করা হচ্ছে শিলিগুড়ি জংশনের যাত্রী প্রতীক্ষালয়ের পাশে থাকা কাগজের স্তূপ কোনওভাবে আগুন লাগে।
advertisement
আরও পড়ুনঃ মাছ ধরতে গিয়ে দাঁতাল হাতির হানায় মৃত্যু এক যুবকের
সময়মতো আগুন নেভানো সম্ভব না হলে বড়সড়ো দূর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল। দমকল আধিকারিক শঙ্কর শীল জানান, যাত্রীদের অসাবধানতায় আগুন লেগে থাকতে পারে।স্থানীয়রা জঞ্জালের মধ্যে আগুন জ্বলতে দেখেন। নিমেষে আগুন ছড়িয়ে পড়ে। খুব সম্ভবত যাত্রী প্রতীক্ষালয়ের পাশে থাকা কাগজের স্তূপ কোনওভাবে আগুন লাগে। সময়মতো আগুন নেভানো সম্ভব না হলে বড়সড়ো দূর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল। এদিকে খবর পেয়ে ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্জয় পাঠকও ঘটনাস্থলে পৌঁছে পরিস্থতি খতিয়ে দেখে যাত্রীদের আশ্বস্ত করেন ।ঘটনার তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।
Anirban Roy