TRENDING:

Siliguri News: নোংরা পড়ে বন্ধ সেচ নালা, চরম সঙ্কটে খড়িবাড়ির কৃষকরা

Last Updated:

চাষের সুবিধার জন্য‌ই শিলিগুড়ি খড়িবাড়ি এলাকায় প্রশাসনের পক্ষ থেকে এই কংক্রিটের সেচ নালাটি তৈরি করা হয়েছিল। কিন্তুু নোংরা আবর্জনা পড়ে সেটি বন্ধ হয়ে গেছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি: সংস্কারের অভাবে সেচ নালা বন্ধ হয়ে গিয়েছে। আর তাতে চরম বিপাকে পড়েছেন খড়িবাড়ির কৃষকরা। এই সেচ নালা দিয়ে আসা জল ব্যবহার করেই গ্রীষ্মকালে তাঁরা চাষ করতেন। কিন্তু সেখান দিয়ে বর্তমানে আর জল না আসায় কীভাবে চাষ করবেন তাই বুঝে উঠতে পারছেন না কৃষকরা। সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দারাও।
advertisement

চাষের সুবিধার জন্য‌ই শিলিগুড়ি খড়িবাড়ি এলাকায় প্রশাসনের পক্ষ থেকে এই কংক্রিটের সেচ নালাটি তৈরি করা হয়েছিল। কিন্তুু নোংরা আবর্জনা পড়ে ও কিছু দোকানের খুটি একযোগে এই নলার মুখ বন্ধ করে দিয়েছে। ফলে সেখান দিয়ে আর জল আসছে না। গোটা ঘটনায় ক্ষুদ্ধ এলাকার চাষিরা।

আরও পড়ুন: ৫০০ 'ভুয়ো' পুকুর খনন করে টাকা আত্মসাৎ প্রধানের! তদন্ত চেয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা

advertisement

এলাকার মানুষের অভিযোগ, এই সেচ নালা সংস্কারের বিষয়ে বারবার প্রশাসনের দ্বারস্থ হলেও কোন‌ও কাজ হয়নি। চাষিদের পাশাপাশি স্থানীয় ব্যবসায়ীরাও সমস্যায় পড়ছেন। শ্যাম ছেত্রী নামে এক্স স্থানীয় বাসিন্দা বলেন, চাষাবাদের জন্য এই নালা তৈরি করা হয়েছিল। দেখাশোনা অভাবে যে যার মত নোংরা ফেলে নালা বন্ধ করে দিয়েছে। মশার উপদ্রব বেড়েছে, প্রশাসন যদি দেখে খুব ভালো হয়।

advertisement

View More

হরিধর সিংহ নামে এক কৃষক বলেন, প্রশাসন যদি দ্রুত এই নালা ঠিক করার ব্যবস্থা না করে তবে আমরা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হব।

এই প্রসঙ্গে খড়িবাড়ির বিডিও নিরঞ্জন বর্মন বলেন, পুরো বিষয়টি পঞ্চায়েত প্রধানের সঙ্গে গিয়ে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। তিনি দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

অনির্বাণ রায়

বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: নোংরা পড়ে বন্ধ সেচ নালা, চরম সঙ্কটে খড়িবাড়ির কৃষকরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল