চাষের সুবিধার জন্যই শিলিগুড়ি খড়িবাড়ি এলাকায় প্রশাসনের পক্ষ থেকে এই কংক্রিটের সেচ নালাটি তৈরি করা হয়েছিল। কিন্তুু নোংরা আবর্জনা পড়ে ও কিছু দোকানের খুটি একযোগে এই নলার মুখ বন্ধ করে দিয়েছে। ফলে সেখান দিয়ে আর জল আসছে না। গোটা ঘটনায় ক্ষুদ্ধ এলাকার চাষিরা।
আরও পড়ুন: ৫০০ 'ভুয়ো' পুকুর খনন করে টাকা আত্মসাৎ প্রধানের! তদন্ত চেয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা
advertisement
এলাকার মানুষের অভিযোগ, এই সেচ নালা সংস্কারের বিষয়ে বারবার প্রশাসনের দ্বারস্থ হলেও কোনও কাজ হয়নি। চাষিদের পাশাপাশি স্থানীয় ব্যবসায়ীরাও সমস্যায় পড়ছেন। শ্যাম ছেত্রী নামে এক্স স্থানীয় বাসিন্দা বলেন, চাষাবাদের জন্য এই নালা তৈরি করা হয়েছিল। দেখাশোনা অভাবে যে যার মত নোংরা ফেলে নালা বন্ধ করে দিয়েছে। মশার উপদ্রব বেড়েছে, প্রশাসন যদি দেখে খুব ভালো হয়।
হরিধর সিংহ নামে এক কৃষক বলেন, প্রশাসন যদি দ্রুত এই নালা ঠিক করার ব্যবস্থা না করে তবে আমরা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হব।
এই প্রসঙ্গে খড়িবাড়ির বিডিও নিরঞ্জন বর্মন বলেন, পুরো বিষয়টি পঞ্চায়েত প্রধানের সঙ্গে গিয়ে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। তিনি দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দেন।
অনির্বাণ রায়