এই সমস্ত কিছুর দাবি জানিয়ে স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের দাবি জানিয়ে রেল হাসপাতালের সামনে বিক্ষোভ দেখিয়ে স্মারকলিপি তুলে দেওয়া হয়৷ প্রতি মুহূর্তে রেলওয়ে কর্মীদের নানান রকম সমস্যার সম্মুখীন হতে হয় এই হাসপাতালের তরুণ রেল হাসপাতাল থেকে অন্য কোথাও বাইরে রেফার করা হলে সেখানে যাওয়ার ক্ষেত্রে যে টিকিট দেওয়া হয় তার ভ্যালিডিটি নিয়েও প্রশ্ন তুলছেন তারা। পরিকাঠামোগত উন্নয়ন দরকার রেলওয়ে হাসপাতালে বলে দাবি তাদের। দ্রুত এর সমাধান না হলে ফের আন্দোলনে যাওয়ার কথা জানান তারা।
advertisement
আরও পড়ুনঃ কাগজ দিয়েই বেলুড় মঠ ইসকন মন্দির! বানিয়ে নজর কাড়লেন রতন
চিকিৎসা ব্যবস্থা যে ভেঙে পড়েছে সে কথা অবশ্য অকপটে স্বীকার করে নেন হাসপাতালের সিএমএস, টি কে মাঝি। দ্রুত এই সমস্ত সমস্যার সমাধান করার আশ্বাস দেন তিনি। এছাড়াও তিনি আরো জানান যে ৫০ শতাংশ ডাক্তারের ভ্যাকেন্সি রয়েছে রেল হাসপাতালে সেটি পূর্ণ হয়ে গেলেই তারপরে পরিকাঠামো কত দিক দিয়ে উন্নয়নের কথা নিশ্চয়ই ভাবা হবে ডাক্তারের সমস্যা মিটলেই সমস্ত সমস্যা মিটে যাবে। এবং অতি দ্রুতই আমরা সমস্ত সমস্যার সমাধান করার চেষ্টা করছি।
Anirban Roy