আরও পড়ুন: বর্জ্য দিলেই পেয়ে যাবেন আকর্ষণীয় পুরস্কার
গ্রামবাংলার পরিবেশ ফুটিয়ে তোলা হবে ক্ষণিক সংঘ ক্লাবের পুজো মণ্ডপে। ফলে মাটির কাছাকাছি যেতে হলে অবশ্যই যেতেই হবে এই মণ্ডপে৷ সেখানে গেলেই মিলবে একেবারে নির্মল গ্রাম্য পরিবেশ৷ নেই কোলাহল, শুধু অনাবিল শান্তির বাতাবরণ মিলবে এই মণ্ডপে৷ মাটির হাঁড়ি, খড়, হোগলা পাতা, গামছা, তলদা বাঁশ দিয়ে মণ্ডপ নির্মাণ করা হবে। মণ্ডপের চারপাশে বিভিন্ন কারুকার্য ফুটিয়ে তোলা হবে বলে জানিয়েছেন ক্লাব কর্মকর্তারা। ইতিমধ্যেই সেই কাজ শুরু হয়ে গিয়েছে বলে জানান ক্লাবের সভাপতি সুব্রত সরকার। তিনি জানান, প্রতিবছরই আমাদের মণ্ডপে প্রকৃতির ছোঁয়া থাকে। এ বছরও আমরা চেষ্টা করছি একটু অন্য আঙ্গিকে পুজো করার।
advertisement
ক্লাবের সভাপতি সুব্রত সরকার জানান, এবছর তাদের পুজোর থিম নির্মল বাংলার মধ্য দিয়ে গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য ও শান্ত পরিবেশ সাধারণ মানুষের মধ্যে তুলে ধরা হবে। কারণ চলতি সময়ে শহর জীবন অনেকটাই ব্যস্ত ও শহরে যেভাবে যানজট বাড়ছে, সেই দিকটাকে মাথায় রেখে মানুষের মধ্যে গ্রাম বাংলার সবুজায়নের সৌন্দর্য্য ফুটিয়ে তুলতেই তাদের এই প্রয়াস। এদিনের খুঁটি পুজোতে উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ ও ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা পুরসভার চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী। শঙ্করবাবু জানান, আমাদের এই পুজো প্রতিবছরই সবার নজর কেড়েছে। পাড়ার সকলে মিলে যেভাবে এই পুজো করেন সত্যি দেখার মত।
অনির্বাণ রায়