শিলিগুড়িতে বাজিমেলার ইতিহাস বেশ পুরনো। মাঝে করোনাকালে সেভাবে মেলা বসেনি। এবারে কিন্তু জবরদস্ত এক মেলা বসানো হয়েছে।সম্প্রতি কাওয়াখালির সেই বাজিমেলায় ড্রোন, হেলিকপ্টার দাপিয়ে বেড়াতে দেখা গেল । নীচে চরকির মত ঘুরে প্রায় ১৫ ফুট ওপরে ওঠে এই ড্রোন পটাকা। এই ড্রোন এবার দীপাবলির রাতকে মোহময় করে তুলবে। তবে এর জন্য বেশ টাকাও খসাতে হচ্ছে । ৬ পিস ড্রোন পাটাকার দাম ৩৫০ টাকা থেকে শুরু ৬৫০ টাকা পর্যন্ত রয়েছে। ড্রোন, হেলিকপ্টার ছাড়াও সিংহ আর হাঁসের আকারের তুবড়ি ও রয়েছে । সেই তুবড়িগুলির নানা জায়গা থেকে রংবেরংয়ের নানা আগুনের ফুলকি বেরবে।
advertisement
নতুন ধরনের এই সমস্ত আতসবাজি দিয়ে কাওয়াখালির বাজিমেলা এবারে কামাল করেছে। এসব কিনতেই রোজ সেখানে ক্রেতাদের ভিড় বাড়ছে। ক্রেতাদের পাশাপাশি বিক্রেতাদের মুখেও দারুণ হাসি। বাজি মেলার এক বিক্রেতা পিন্টু দাস বলেন, ” বাজি মেলায় সবথেকে বেশি বিক্রি হচ্ছে ড্রোন পাটাকা। আজকেই আমার দোকানের সমস্ত ড্রোন পাটাকা শেষ হয়ে গিয়েছে। নতুন ধরনের এই বাজি এবার দারুন পছন্দ করছেন লোকে। ক্রাইসিসের জন্য দামটা একটু বেশি। তবুও সকলে এই বাজি কিনে নিয়ে যাচ্ছে। লাটাগুড়ি থেকে এক ক্রেতা বাজি কিনতে এসে বলেন, ” এই দিনটির জন্য অপেক্ষা করে ছিলাম। অনেক বাজি কিনে নিয়ে যাচ্ছি। বাড়ির শিশুদের মন ভাল হয়ে যাবে। “