TRENDING:

Diwali 2023: আসছে দীপাবলি, উত্তরবঙ্গে আতসবাজির বাজার কাঁপাচ্ছে ড্রোন, হেলিকপ্টার!

Last Updated:

Diwali 2023: কাওয়াখালির বাজিমেলায় ড্রোন, হেলকপটার দাপিয়ে বেড়াতে দেখা গেল

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অনির্বাণ রায়, শিলিগুড়ি : বাজিমেলা কাঁপাচ্ছে ড্রোন, হেলিকপ্টার। কথাটি শুনলে নেহাত হেয়ালি মনে হতেই পারে। কিন্তু এটাই সত্যিই। এই ড্রোন, হেলিকপ্টার হল আসলে আতসবাজি। আর ড্রোন পাটাকা কিনতেই ভিড় করছেন শহরবাসী। শিলিগুড়ি সংলগ্ন কাওয়াখালিতে শুরু হয়েছে বাজিমেলা । বাজি মেলায় এখন ফেভারিট ড্রোন পাটাকা। এই আতসবাজির এমন চাহিদা যে যোগান দিতে হিমশিম খেতে হচ্ছে দোকানদারদের। কাওয়াখালিতে এ বছর ৫০টি বাজির স্টল বসেছে। প্রতিটি স্টলেই নতুন নতুন বাজি নিয়ে বসেছেন বিক্রেতারা। তবে তার মধ্যে সবথেকে বেশি চাহিদা রয়েছে ড্রোন পাটাকার।
advertisement

শিলিগুড়িতে বাজিমেলার ইতিহাস বেশ পুরনো। মাঝে করোনাকালে সেভাবে মেলা বসেনি। এবারে কিন্তু জবরদস্ত এক মেলা বসানো হয়েছে।সম্প্রতি কাওয়াখালির সেই বাজিমেলায় ড্রোন, হেলিকপ্টার দাপিয়ে বেড়াতে দেখা গেল । নীচে চরকির মত ঘুরে প্রায় ১৫ ফুট ওপরে ওঠে এই ড্রোন পটাকা। এই ড্রোন এবার দীপাবলির রাতকে মোহময় করে তুলবে। তবে এর জন্য বেশ টাকাও খসাতে হচ্ছে । ৬ পিস ড্রোন পাটাকার দাম ৩৫০ টাকা থেকে শুরু ৬৫০ টাকা পর্যন্ত রয়েছে। ড্রোন, হেলিকপ্টার ছাড়াও সিংহ আর হাঁসের আকারের তুবড়ি ও রয়েছে । সেই তুবড়িগুলির নানা জায়গা থেকে রংবেরংয়ের নানা আগুনের ফুলকি বেরবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দশমীতে রাবণ বধ! ১০১'তম বছরে 'মিনি ইন্ডিয়া'য় জ্বলল লঙ্কাধীস
আরও দেখুন

নতুন ধরনের এই সমস্ত আতসবাজি দিয়ে কাওয়াখালির বাজিমেলা এবারে কামাল করেছে। এসব কিনতেই রোজ সেখানে ক্রেতাদের ভিড় বাড়ছে। ক্রেতাদের পাশাপাশি বিক্রেতাদের মুখেও দারুণ হাসি। বাজি মেলার এক  বিক্রেতা পিন্টু দাস বলেন, ” বাজি মেলায় সবথেকে বেশি বিক্রি হচ্ছে ড্রোন পাটাকা। আজকেই আমার দোকানের সমস্ত ড্রোন পাটাকা শেষ হয়ে গিয়েছে। নতুন ধরনের এই বাজি এবার দারুন পছন্দ করছেন লোকে। ক্রাইসিসের জন্য দামটা একটু বেশি। তবুও সকলে এই বাজি কিনে নিয়ে যাচ্ছে। লাটাগুড়ি থেকে এক ক্রেতা বাজি কিনতে এসে বলেন, ” এই দিনটির জন্য অপেক্ষা করে ছিলাম। অনেক বাজি কিনে নিয়ে যাচ্ছি। বাড়ির শিশুদের মন ভাল হয়ে যাবে। “

advertisement

বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Diwali 2023: আসছে দীপাবলি, উত্তরবঙ্গে আতসবাজির বাজার কাঁপাচ্ছে ড্রোন, হেলিকপ্টার!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল