অনেক রাত পর্যন্ত রাস্তায় ভিড় প্রমাণ করেছে শিলিগুড়ি পুরো নিগম ও তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে আয়োজিত কার্নিভাল সফল। মালের হড়পায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন করেই এদিনের অনুষ্ঠান শুরু হয় । সরকারি হিসেব অনুযায়ী ২৭ টি পুজো কমিটি কার্নিভালে বলে অংশ নিয়েছে।
advertisement
কার্নিভালের ভিড় দেখে খুশি মেয়ের গৌতম দেব। তার কথায় বৃষ্টির মধ্যেও মানুষের যেভাবে সাড়া দিয়েছেন তাদের শিলিগুড়ি নতুন করে নজর তৈরি করল। এর জন্য তুমি শিলিগুড়ি বাসির কাছে কৃতজ্ঞ থাকব বলেও জানান আগামী বছর আরও বড় আকারে কার্নিভলের উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি জানালেন। মানুষের ভিড়ও উচ্ছ্বাস দেখে সন্তোষ প্রকাশ করেছেন দার্জিলিংয়ের জেলাশাসক এস পন্নম্বলম। তবে মালের ঘটনার কথা মনে রেখে প্রশাসনের তরফে বেশ কিছু সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল। পুজো কমিটিগুলোর কাউকে মহানন্দা নদীতে নামতে দেওয়া হয়নি। প্রশাসনের তরফেই প্রতিমা নিরঞ্জনের ব্যবস্থা করা হয়।
আরও পড়ুন Birbhum News : ত্রয়োদশিতে লাল বাবার ৫১ কুমারী পুজো, জমজমাট কঙ্কালীতলা
বাংলার সংস্কৃতি তুলে ধরতে জাতীয় যুবক সংঘ থেকে শুরু করে মহিলাদের সতাক্ষী ,রেনেসাঁ থেকে শুরু করে তরুণ তীর্থ রবীন্দ্রসংঘ থেকে শুরু করে সংঘশ্রী প্রতিটি ক্লাব ও সংগঠনের তরফে নানান সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যার সঙ্গে তাল মেলাতে দেখা যায় সাধারণ মানুষকে। রাস্তাতেই অনুষ্ঠিত হয় মহিষাসুরমর্দিনী পালা সঙ্গে ছিল নানান লোকনৃত্য গান ছিল পাহাড়ের কিছু সাংস্কৃতিক গোষ্ঠীর অনুষ্ঠান। সবমিলিয়ে একটি ঐতিহাসিক সন্ধ্যার সাক্ষী থাকলো শহরবাসী।
অনির্বাণ রায়