যুগের সঙ্গে বদলে যাচ্ছে মানুষের চিন্তা ভাবনা। ফলে নতুন প্রজন্মের একাংশ চিরাচরিত পেশার বদলে তুলনায় কম প্রচলিত নানান বিষয়কে কেরিয়ার হিসেবে বেছে নিচ্ছে। ফ্যাশন ডিজাইনিং হল তার অন্যতম একটি। ফ্যাশন ডিজাইনিং এবং ইন্টিরিয়র ডিজাইনিংয়ের ছাত্র-ছাত্রীরা নিয়ে একসঙ্গে এই ফেস্টিভ্যালের আয়োজন করা হয়। সংস্থার ৬০ জন ছাত্র-ছাত্রী এই ডিজাইন ফেস্টিভ্যাল অংশগ্রহণ করে। এছাড়াও ক্লাস থ্রি ফোরের শিশুরাও ছিল অংশগ্রহণকারীদের তালিকা।
advertisement
আরও পড়ুন: পরপর গ্রামের ৬ টি বাড়িতে চুরি, আতঙ্কে ঘুম উড়েছে সবার
সংস্থার সিইও কুন্তনীল রায় জানান, নবীন প্রজন্মকে ফ্যাশনের ধারা শেখাতেই এই উদ্যোগ। ফ্যাশন বলেও যে একটা ইন্ডাস্ট্রিজ রয়েছে সেটার সঙ্গে মানুষকে পরিচিত করাতে চান তাঁরা। নতুন প্রজন্মরা যেভাবে এগিয়ে আসছে এবং স্কুলের ছাত্র-ছাত্রীরাও যেভাবে অংশগ্রহণ করেছে তাতে যথেষ্ট খুশি বলে জানিয়েছেন ওই সংস্থার কর্ণধার। এই আয়োজন নিয়ে ফ্যাশন ডিজাইনিংয়ের পড়ুয়া দীপান্বিতা ভট্টাচার্য বলেন, আমরা খুব খুশি যে আমাদের কাজগুলি এভাবে সবার সামনে তুলে ধরতে পারলাম।
অনির্বাণ রায়