আরও পড়ুন: আজ এথিক্স কমিটির সামনে অগ্নিপরীক্ষা…? ‘একটা চুলও স্পর্শ করতে পারবে না’ : মহুয়া
বয়সকে নেহাতই একটা সংখ্যা প্রমাণ করে দীপ্তি পাল দুবাইতে আয়োজিত আন্তর্জাতিক মাস্টার্স অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে দুটি সোনা ও একটি রুপো জিতেছেন। ১০,০০০ মিটার দৌড় এবং ৫,০০০ মিটার দৌড়ে সোনা পেয়েছেন শিলিগুড়ির এই কৃতী মহিলা অ্যাথলিট। এছাড়াও ১,৫০০ মিটার দৌড়ে রুপো পান। এরপর দুবাই স্পোর্টস কাউন্সিল আয়োজিত ৩ কিলোমিটার হাঁটাতেও রুপো জিতেছে। অর্থাৎ দুবাই থেকে দুটি সোনা ও দুটি রুপোর পদক জিতেছেন তিনি।
advertisement
৫৮ বছর বয়সে এসে এই অবাক সাফল্যের রহস্য জানাতে গিয়ে দীপ্তি পাল জানান, জীবনে সুস্থভাবে বাঁচার একমাত্র অস্ত্র মন খুলে বাঁচো। যা মন চায় তাই করো। তাহলে হয়ত বয়সের বাধাকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে। জীবনের প্রতিটি মুহূর্তকে উপভোগ করা উচিত বলে তিনি জানান। মৃত্যুর আগে পর্যন্ত জীবনকে উপভোগ করার পরামর্শ দেন তিনি। জানেন দুবাইয়ে প্রতিযোগিতায় অন্যান্য দেশের প্রতিযোগীদের দেখে তাঁর মনের জোর আরও বেড়ে গিয়েছে।
অনির্বাণ রায়