TRENDING:

International Success: ৫৮ বছর বয়সে ১০ হাজার মিটার দৌড়ে সোনা শিলিগুড়ির দীপ্তির!

Last Updated:

বয়স স্রেফ একটা সংখ্যা, ফের তা প্রমাণ করে দিলেন শিলিগুড়ির দীপ্তি পাল। ৫৮ বছর বয়সে আন্তর্জাতিক অ্যাথলিট প্রতিযোগিতায় জোড়া সোনা জিতে তাক লাগিয়ে দিলেন তিনি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি: কথায় আছে চেষ্টা করলে সবকিছুই সম্ভব। মনের জোর বজায় রেখে সেই চেষ্টার দৌলতেই ৫৮ বছর বয়সে এসে আন্তর্জাতিক প্রতিযোগিতায় জোড়া স্বর্ণপদক পেলেন শিলিগুড়ির দীপ্তি পাল। তাঁর হাত ধরে আরও একবার প্রমাণিত হল, বয়স কেবলমাত্র একটা সংখ্যা।
advertisement

আরও পড়ুন: আজ এথিক্স কমিটির সামনে অগ্নিপরীক্ষা…? ‘একটা চুলও স্পর্শ করতে পারবে না’ : মহুয়া

বয়সকে নেহাতই একটা সংখ্যা প্রমাণ করে দীপ্তি পাল দুবাইতে আয়োজিত আন্তর্জাতিক মাস্টার্স অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে দুটি সোনা ও একটি রুপো জিতেছেন। ১০,০০০ মিটার দৌড় এবং ৫,০০০ মিটার দৌড়ে সোনা পেয়েছেন শিলিগুড়ির এই কৃতী মহিলা অ্যাথলিট। এছাড়াও ১,৫০০ মিটার দৌড়ে রুপো পান। এরপর দুবাই স্পোর্টস কাউন্সিল আয়োজিত ৩ কিলোমিটার হাঁটাতেও রুপো জিতেছে। অর্থাৎ দুবাই থেকে দুটি সোনা ও দুটি রুপোর পদক জিতেছেন তিনি।

advertisement

View More

৫৮ বছর বয়সে এসে এই অবাক সাফল্যের রহস্য জানাতে গিয়ে দীপ্তি পাল জানান, জীবনে সুস্থভাবে বাঁচার একমাত্র অস্ত্র মন খুলে বাঁচো। যা মন চায় তাই করো। তাহলে হয়ত বয়সের বাধাকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে। জীবনের প্রতিটি মুহূর্তকে উপভোগ করা উচিত বলে তিনি জানান। মৃত্যুর আগে পর্যন্ত জীবনকে উপভোগ করার পরামর্শ দেন তিনি। জানেন দুবাইয়ে প্রতিযোগিতায় অন্যান্য দেশের প্রতিযোগীদের দেখে তাঁর মনের জোর আরও বেড়ে গিয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কঠোর পরিশ্রমে ব্যস্ত ডেলিভারি বয়রা এবার পেলেন মধুর ভাইফোঁটার স্পেশাল আনন্দ
আরও দেখুন

অনির্বাণ রায়

বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
International Success: ৫৮ বছর বয়সে ১০ হাজার মিটার দৌড়ে সোনা শিলিগুড়ির দীপ্তির!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল