রাজ্যের পুর আইন অনুসারে দার্জিলিং পাহাড়ে ১১.৫ মিটার উচ্চতার বেশি বিল্ডিং করা যায় না। কিছু ক্ষেত্রে অবশ্য সবদিক বিবেচনা করে ১৩মিটারের অনুমতি দেওয়া হয়। কিন্তু আইনকে বুড়ো আঙুল দেখিয়ে একের পর এক বেআইনী বিল্ডিং গড়ে উঠেছে। পাহাড়ে অবৈধ নির্মাণের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিচ্ছে দার্জিলিং পুরসভা। ইতিমধ্যে ২১৮জনকে তারা নোটিশ পাঠিয়েছে। তাদের বলা হয়েছে নিজেদেরই নির্মাণ ভেঙে ফেলার জন্য নইলে পুরসভা তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে।
advertisement
আরও পড়ুনঃ কার্শিয়াং-এর রাজরাজেশ্বরী হলে আনন্দে উৎসবে মুখরিত বাঙালিরা
এ প্রসঙ্গে দার্জিলিং পুরসভার চেয়ারম্যান রীতেশ পোর্টেল বলেন, "অনেকে পুরসভার অনুমতি না নিয়েই নির্মাণ করে চলেছে। আমরা সবকিছু খতিয়ে দেখছি।আমাদের লক্ষ্য সুন্দর পাহাড় গড়ার। তার জন্য কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হবে। আর পরিদর্শনে বেরিয়ে দেখলাম অনেকে পাহাড় কেটে খালের গায়ে বিল্ডিং বানিয়েছে। অনেকে আবার অনুমতি ছাড়াই দোতলা বিল্ডিং তৈরি করে ফেলেছে। এগুলো হতে দেওয়া যাবেনা কারণ পাহাড় ভুমিকম্প প্রবণ এলাকা। তাই সাবধানতা অবলম্বন করেই এখানে বিল্ডিং বানাতে হবে। নইলে কোনওরকম বিপদ এলেই বহু মানুষ প্রাণ হারাবে।"
Anirban Roy