প্রসঙ্গত, শিলিগুড়ি মেট্রোপলিটান পুলিশের মাটিগাড়া থানা এলাকায় গাড়ির শো রুমটি। রাত তিনটে-চারটে নাগাদ জনা কয়েক দুষ্কৃতী মুখে কাপড় বেঁধে এসে ওই গাড়ির শো রুমে ঢোকে। গাড়ির শোরুমে নৈশপ্রহরী হিসেবে তিনজন থাকলেও একজন শৌচকর্ম সারতে বাথরুমে গিয়েছিলেন। তখনই ডাকাতের দল বাকি দু’জনকে বেঁধে ভেতরে এক জায়গায় বসিয়ে রাখে। তারপর এগিয়ে যায় ক্যাশ কাউন্টারের দিকে। মাটিগাড়া থানার পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনার পর থেকে আতঙ্কে দোকানের কর্মীরা। ভয়ে রয়েছেন নিরাপত্তারক্ষীরাও।
advertisement
শিলিগুড়ি খবর | Siliguri News
আরও পড়ুন- সামান্য খাবার নিয়ে ঝামেলা! ছেলের হাতে মা খুন, ভয়ঙ্কর ঘটনা
আরও পড়ুন- শুকোতে দেওয়া কাপড় তুলতে গিয়ে এ কী হল! গঙ্গারামপুরের ঘটনা দেখলে চমকে যেতে হবে
শোরুমের ম্যানেজার বলেন, “চার-পাঁচজন ছিল। এত টাকা কোনও দিনও থাকে না। গতকাল ইদ উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকায় টাকা জমা করা যায়নি। আর সেই সুযোগই নিয়েছে ডাকাতের দল।”
শোরুমের নিরাপত্তারক্ষী জয়দেব রায় জানিয়েছেন, “ভোরে ছ’সাতজনের একটি ডাকাত দল শোরুমে হানা দেয়। তাঁকে বেঁধে রেখে আমাদের দু’জনকে হাত-পা বেঁধে অনেক মারা হয়েছে। শোরুমের ভিতরে ঢুকে দুষ্কৃতীরা লুটপাট চালিয়ে চলে যায়।”
অনির্বাণ রায়