TRENDING:

Siliguri: শহরের মাঝে ডাম্পিং গ্রাউন্ড! দুর্গন্ধে প্রাণ ওষ্ঠাগত বাসিন্দাদের

Last Updated:

শহরের মাঝে ডাম্পিং গ্রাউন্ড! দুর্গন্ধে প্রাণ ওষ্ঠাগত বাসিন্দাদের। শহর এলাকার ভেতরে ডাম্পিং গ্রাউন্ড তৈরি করা যায় না।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শিলিগুড়ি : শহরের মাঝে ডাম্পিং গ্রাউন্ড! দুর্গন্ধে প্রাণ ওষ্ঠাগত বাসিন্দাদের। শহর এলাকার ভেতরে ডাম্পিং গ্রাউন্ড তৈরি করা যায় না। প্রায় ৬০ বছর আগে সেই নিয়ম মেনেই শহর থেকে দূরে ডাম্পিং গ্রাউন্ডটি তৈরি করা হয়েছিল। এরপর শিলিগুড়ির যত সম্প্রসারণ ঘটেছে ডাম্পিং গ্রাউন্ড তত শহরের কাছে চলে এসেছে। শিলিগুড়ির আয়তন বাড়তে বাড়তে এই ডাম্পিং গ্রাউন্ড এখন পুর-এলাকার মধ্যেই। বর্তমানে ৪১ ও ৪২ নম্বর ওয়ার্ডের সংযোগস্থলে অবস্থিত এই ডাম্পিং গ্রাউন্ডকে ঘিরে রয়েছে বেশ কয়েকটি স্কুল ও একটি বড় কলেজ। রয়েছে জনবসতি।
advertisement

 

 

ডাম্পিং গ্রাউন্ডে ময়লার পরিমাণ ক্রমশ বাড়তে বাড়তে উপচে পড়েছে রাস্তার ওপর। নোংরার গন্ধ , প্রতিদিন ময়লা পোড়ানোর ফলে বিষাক্ত ধোঁয়া, পোকামাকড়ে অতিষ্ঠ হয়ে উঠেছে আশপাশ সহ সমগ্র শিলিগুড়ির মানুষ। ডাম্পিং গ্রাউন্ডে ময়লার বোঝা কমানোর জন্য রিসাইকেলের ভাবনা নেওয়া হয়েছিল।

advertisement

View More

আরও পড়ুনঃ পর্যটকে টান! ক্ষতির মুখে মাটিগাড়ার ফুল ব্যবসায়ীরা

 

 

শহরে বাম বোর্ড থাকাকালীন মুম্বই থেকে বিশেষজ্ঞ দল আনিয়ে উচ্চমানের প্রকল্প নেওয়া হয়েছিল , যাতে বলা হয়েছিলো বর্জ্য পৃথকীকরণ করে জৈব বর্জ্য থেকে সার উৎপাদন অজৈব বর্জ্যকে রিসাইকেল করা হবে। এতে ডাম্পিং গ্রাউন্ডে ময়লার বোঝা বাড়বে না। কিন্তু এর কোনোটাই বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ।

advertisement

আরও পড়ুনঃ বেড়েছে হাতির আনাগোনা! আতঙ্কিত খোলা চাঁদ ফাপরির মানুষ

 

 

স্থানীয় বাসিন্দারা জানান দীর্ঘদিন ধরে এখানে তারা এখানে নোংরা মাঝখানে বাস করতে করতে অতিষ্ট হয়ে পড়েছে। যখন তখন আগুন লাগিয়ে দেয়া হয়। ধোঁয়ায় চোখ জ্বলতে শুরু করে দেয় নিশ্বাস নেয়া কষ্টকর হয়ে ওঠে তাদের পক্ষে। ডাম্পিং গ্রাউন্ডকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনাও নেওয়া হয়েছিল। কিন্তু এখনও তা বাস্তবায়িত করা সম্ভব হয়ে ওঠেনি। শিলিগুড়ি পুরনিগমের এম আই সি মানিককে জানান খুব শীঘ্রই এর ব্যবস্থা পুরনিগম কর্তৃপক্ষ থেকে নেওয়া হচ্ছে। শহরবাসির সুবিধার্থে যতটা সম্ভব তারা কাজ করতে প্রস্তুত।

advertisement

 

 

 

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Anirban Roy

বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri: শহরের মাঝে ডাম্পিং গ্রাউন্ড! দুর্গন্ধে প্রাণ ওষ্ঠাগত বাসিন্দাদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল