Siliguri: পর্যটকে টান! ক্ষতির মুখে মাটিগাড়ার ফুল ব্যবসায়ীরা

Last Updated:

পর্যটক না আসায় মুখ ভার মাটিগাড়ার ফুল ব্যবসায়ীদের৷ দীর্ঘ প্রায় এক বছর ধরে মাটিগাড়া বালাসন ব্রীজ ক্ষতিগ্রস্ত থাকার কারণে দীর্ঘ যানজটের কারণে এলাকায় দাঁড়াতে পারছে না পর্যটকদের গাড়ি, ফলে গাছ বিক্রিও কম হচ্ছে।

+
title=

#মাটিগাড়া : পর্যটক না আসায় মুখ ভার মাটিগাড়ার ফুল ব্যবসায়ীদের৷ দীর্ঘ প্রায় এক বছর ধরে মাটিগাড়া বালাসন ব্রীজ ক্ষতিগ্রস্ত থাকার কারণে দীর্ঘ যানজটের কারণে এলাকায় দাঁড়াতে পারছে না পর্যটকদের গাড়ি, ফলে গাছ বিক্রিও কম হচ্ছে। সবসময় জ্যাম হয়ে থাকছে রাস্তা ফলে কোনো পর্যটকদের গাড়ি দাড়াতে দেয়া হয় না। মূলত তাদের ব্যবসা পর্যটক কেন্দ্রিক। কিন্তু পর্যটক না আসায় ক্ষতির মুখে মাটিগাড়ার ফুল ব্যবসায়ীরা ।প্রসঙ্গত, এই বালাসন নদী সেতুর পাশেই রয়েছে পাল পাড়া৷ মাটিগাড়া ব্লকের বালাসন নদী সেতুর এশিয়ান হাইওয়ে দুই এর দুই ধারে সাজানো রকমারি গাছপালা ও মাটির তৈরী সরঞ্জামের দোকান ৷ এতেই পর্যটকদের বিশেষ আকর্ষন ৷
 
 
advertisement
এখানেই গড়ে উঠেছে ফুলফল সহ রকমারি পাতা বাহারের গাছ এবং মাটির তৈরী বিভিন্ন ঘর সাজানোর সরঞ্জামের বাজার৷ উত্তরপূর্ব ভারতের প্রবেশদ্বার শিলিগুড়ি প্রবেশের মুখে মাটিগাড়ার পাল পাড়ায় এসে পর্যটকেরা কিনে নিয়ে যায় তাঁদের পছন্দের ইন্ডোর আউটডোর প্লান্ট মাটির তৈরী সরঞ্জাম ৷ কিন্তু বর্তমানে বালাসন নদীর ডাইভারসন ভেঙ্গে যাওয়ার ফলে মন্দা চলছে ব্যবসায়িদের
advertisement
 
নেই পর্যটকের দেখা৷ বিক্রি নেই তাঁদের দোকানে তাই দুঃশ্চিন্তায় রয়েছেন তাঁর তাঁদের ভাবনা কবে ঠিক হবে বালাসন সেতু এবং স্বাভাবিক হবে যান চলাচল আবার গ্রাহকে ভরবে তাঁদের দোকান ৷গত বছর নভেম্বর মাস থেকে বালাসন নদীর সেতু খারাপ থাকায় বেলি ব্রীজ দিয়ে ওয়ান ওয়ে করে দেওয়ায় সমস্যায় পড়তে হচ্ছে সাধারন মানুষকে৷
advertisement
 
এতেই নাজেহাল সাধারন মানুষ পর্যটকেরা এখন সবসময় জ্যাম হয়ে থাকছে এই বাজারের উপর দিয়ে যাওয়া এশিয়ান হাইওয়ে দুই যার ফলে পর্যটকেরা তাঁদের গাড়ি দাঁড় করিয়ে আসতে পারছে না দোকানে তাই ক্ষতির সম্মুখিন হচ্ছে এখানকার ব্যবসায়ীরা বে জানান স্থানীয় ব্যবসায়ী তাই তাঁরা বালাসন নদীর উপর সেতু সমস্যার দ্রুত সমাধান চাইছেন
advertisement
 
 
 
Anirban Roy
view comments
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri: পর্যটকে টান! ক্ষতির মুখে মাটিগাড়ার ফুল ব্যবসায়ীরা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement