Siliguri: বেড়েছে হাতির আনাগোনা! আতঙ্কিত খোলা চাঁদ ফাপরির মানুষ
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
হাতির হানায় আতঙ্কিত খোলা চাঁদ ফাপরির জনগণ । বৈকুণ্ঠপুর জঙ্গলের পাশে অবস্থিত গ্রাম খোলা চাঁদ ফাপরি । জঙ্গলের পার্শ্ববর্তী এই গ্রামে নিত্যদিন চলে হাতির আনাগোনা।
#শিলিগুড়ি : হাতির হানায় আতঙ্কিত খোলা চাঁদ ফাপরির জনগণ। বৈকুণ্ঠপুর জঙ্গলের পাশে অবস্থিত গ্রাম খোলা চাঁদ ফাপরি । জঙ্গলের পার্শ্ববর্তী এই গ্রামে নিত্যদিন চলে হাতির আনাগোনা। তা নিয়ে খানিকটা আতঙ্কিত গ্রামবাসী। বৈকুণ্ঠপুর ডিভিশনের সারুগারা রেঞ্জের তরফ থেকে হাতির রাস্তা রুখতে তার দিয়ে ফেনসিং করা হয় এছাড়াও রাস্তার দুপাশে খাল কেটে গর্ত করা হয়। প্রসঙ্গত উল্লেখ করা যায় এর আগেও হাতি গ্রাম পেরিয়ে কার্যত শহরের দিকে চলে এসেছিল। মূলত খোলা চাঁদ পাপড়ি একেবারেই জঙ্গল সংলগ্ন গ্রাম এবং এই গ্রামের মানুষ চাষাবাদ করেই নিজেদের সংসার চালায় কাজেই ধান চাষ , ভুট্টা চাষ যখনই হয় তখনই হাতের আনাগোনা বেড়ে যায় এই এলাকায়।
advertisement
এছাড়াও কিছু গোডাউন রয়েছে যেখানে আটা চাল গম মজুত করা হয় তাই গন্ধ পেয়ে বারবার হাতি ছুটে চলে আসে। এই গ্রামটির দুপাশেই মূলত জঙ্গল রয়েছে তাই যেকোনো দিক থেকেই হাতির প্রবেশ করতে পারে, ফলে আতঙ্কিত গ্রামবাসীরা সন্ধ্যা হলেই দেখা দেয় হাতির আনাগোনা। বহুবার এই গ্রামে ঢুকে হাতি কিছু মানুষের রান্নাঘর বাড়ি এ সমস্ত নষ্ট করেছে।
advertisement
বনদপ্তরের তরফে তাদের ক্ষতিপূরণের আশ্বাস দেওয়া হলেও এখনও পর্যন্ত তা মেলেনি বলে অভিযোগ। ক্ষতিগ্রস্তরা সরকারি সহযোগিতার পাশাপাশি হাতির হামলা থেকে বাঁচার সুনির্দিষ্ট কোনও ব্যবস্থা করারও আর্জি জানিয়েছেন তারা। তবুও বনকর্মীদের রাতের বেলায় টহলদারির আর্জি জানিয়েছেন তারা।
advertisement
নয়তো, তাদের বনদফতরের পক্ষ থেকে সার্চলাইট, বাজি দেওয়ার আর্জি জানিয়েছেন তারা। কারণ বাজি ফাটালে হাতির আক্রমণের হাত থেকে রক্ষা পাওয়া যায় বলে জানান স্থানীয় বাসিন্দারা। এর আগেও ওই এলাকার বিভিন্ন জায়গায় একধিক বার হাতির হামলা চলে। ফলে চরম আতঙ্কে ভুগছেন স্থানীয় বাসিন্দারা।
advertisement
Anirban Roy
Location :
First Published :
August 19, 2022 1:39 PM IST