TRENDING:

Chaitra Sankranti 2023:কেন চৈত্র সংক্রান্তিতে চড়ক পুজো হয়? নেপথ্যে রয়েছে চমকে দেওয়া ইতিহাস

Last Updated:

এই পুজোর ক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল দৈহিক যন্ত্রণা যা এই পুজোর এক বিশেষ অঙ্গ বলে মনে করা হয়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি : বাঙালির বারো মাসে তেরো পার্বণ। এই উৎসব শুরু হয় পয়লা বৈশাখ দিয়ে,  শেষ হয় চৈত্র সংক্রান্তিতে। পয়লা বৈশাখের আগের দিন বা চৈত্র সংক্রান্তিতে পালিত হয় চড়কের পুজো।  চৈত্র সংক্রান্তি থেকে শুরু হয়ে নতুন বছরের প্রথম দু-তিন দিন চলে চড়ক পুজোর উৎসব। চড়ক পুজোর কিছু বিশেষ প্রথা রয়েছে, যা আজও নিষ্ঠার সঙ্গে পালন করা হয়  যেমন, জ্বলন্ত কয়লার ওপর দিয়ে হাঁটা, ছুরি এবং কাঁটার ওপর লাফানো, কুমিরের পুজো,  আগুনের উপর নাচ, শরীর বাণবিদ্ধ করে চড়কগাছে দোলা।
চড়ক নিয়ে রয়েছে অনেক ইতিহাস। জানুন
চড়ক নিয়ে রয়েছে অনেক ইতিহাস। জানুন
advertisement

চড়কের ইতিহাস নিয়ে নানা কাহিনি প্রচলিত আছে। নানা মুণির নানা মত।  প্রচলিত লোককথা বলছে, রাজা সুন্দরানন্দ ঠাকুর ১৪৮৫ সালে এই পুজোর প্রচলন করেন। তবে তিনি এই পুজো আরম্ভ করলেও তা কখনও রাজবাড়ির পুজো ছিল না বরং এটি ছিল হিন্দু সমাজের লোকসংস্কৃতি। এই পুজোর নেপথ্যে রয়েছে ভূতপ্রেত ও পুনর্জন্মবাদের ওপর বিশ্বাস।

advertisement

এই পুজোর ক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়টি হল দৈহিক যন্ত্রণা। প্রাচীন কৌম সমাজে প্রচলিত নরবলির সঙ্গে সম্পর্ক রয়েছে এই পুজোর রীতি-নীতির।

সর্বোপরি এই পুজোর মূলে রয়েছে ভূত-প্রেত এবং পূনর্জন্মের গাঁথা। এই পুজোর অঙ্গ হিসাবে ভক্ত, সন্ন্যাসী এবং সাধুসন্তরা হুড়কো দিয়ে নিজেদের চাকার সঙ্গে বেঁধে দ্রুত বেগে ঘুরতে থাকেন। আবার লোহার শলাকা তাঁদের পায়ে ,হাতে, গায়ে, পিঠে, এমনকী জিহ্বাতেও প্রবেশ করানো হয়।এছাড়াও, কুমিরের পুজো, জ্বলন্ত অঙ্গারের ওপর হাঁটা, গায়ে ধারালো জিনিস ফোটানো, ধারালো কিছুর ওপর লাফানো, অগ্নিনৃত্য এই পুজোর বিশেষ অংশ বলে মনে করা হয়।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

অনির্বাণ রায়

বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Chaitra Sankranti 2023:কেন চৈত্র সংক্রান্তিতে চড়ক পুজো হয়? নেপথ্যে রয়েছে চমকে দেওয়া ইতিহাস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল