TRENDING:

Siliguri News: অভাবের সঙ্গে লড়াই করে মিস্টার ইন্ডিয়া-য় তৃতীয় শিলিগুড়ির গোপাল

Last Updated:

Siliguri News: নিজের বডি বিল্ডিং এর খরচা ওঠানোর জন্য বিভিন্ন জায়গায় প্রশিক্ষণও দেন গোপাল

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অনির্বাণ রায়, শিলিগুড়ি : আর্থিক দুরবস্থার মধ্যেই লড়াই করে "মিস্টার ইন্ডিয়া" প্রতিযোগিতায় তৃতীয় শিলিগুড়ির গোপাল। "মিস্টার শিলিগুড়ি" হওয়ার পর থেকে তাঁর লক্ষ্য ছিল দেশের সেরা স্থানে যাওয়া। প্রতিযোগিতায় তৃতীয় হয়ে শহরকে গর্বিত করলেন বডিবিল্ডার গোপাল। শান্তিপাড়ার গোপাল দাস ছোটবেলা থেকেই শখে শুরু করেছিলেন শরীরচর্চা। এর পর  ধীরে ধীরে বডি বিল্ডিং প্রতিযোগিতায় নাম দেওয়া শুরু করেন। এর আগে মিস্টার শিলিগুড়িও হয়েছেন তিনি। তবে এ বার বিহারে অনুষ্ঠিত জাতীয় স্তরে মিস্টার ইন্ডিয়া প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করে সকলকে অবাক করলেন গোপাল।
advertisement

নিজের বডি বিল্ডিং-এর খরচ ওঠানোর জন্য বিভিন্ন জায়গায় প্রশিক্ষণও দেন গোপাল। যদিও আক্ষেপ, তাঁর কোনও স্পনন্সর নেই । ফলে বডি বিল্ডিং এর জন্য যাবতীয় মোটা অংকের টাকা খরচ করতে হয়েছে নিজেকেই । কাজ করে যেটুকু টাকা হয়েছে তা দিয়ে সংসার চালিয়ে তারপর নিজের খাবার, ডায়েট এর জন্য খরচ করেছেন গোপাল। শরীরচর্চায় মিস্টার ইন্ডিয়া হওয়ার জন্য গত কয়েক মাস ধরে কঠিন ডায়েট এবং জিম করে যেতে হয়েছে তাঁকে। যার ফল এই তৃতীয় স্থান।

advertisement

আরও পড়ুন :  এক মুঠো কালো তিলেই সঙ্কটমুক্তি, কাটে সাড়ে সাতি দশা, জানুন জ্যোতিষশাস্ত্রে কী বলে

View More

আরও পড়ুন :  ৪১ বছর বয়সে ৫৫০ সন্তানের জন্মদাতা! এ বার থামতে বলা হল যুবককে

গোপালের কথায়, "ছোটবেলা থেকেই বডি বিল্ডিং আমার ভাল লাগত। তার পর থেকেই প্রফেশনাল লেভেলে বডিবিল্ডিং শুরু করি, নিজের কোচ মনোজ দাসের তত্ত্বাবধানে বডিবিল্ডিং করে আজকে এই সাফল্য পেয়ে আমি ভীষণ খুশি। তবে স্পনন্সর নেই। তাই নিজে প্রশিক্ষণ দিয়ে সেখান থেকে টাকা উপার্জন করে যাবতীয় খরচ আমাকেই তুলতে হয়।"

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

আগামীতে তার আরও বড় প্রতিযোগিতায় অংশ নেওয়ার ইচ্ছে রয়েছে। সেখানেও সফল হবেন  বলে তিনি আশাবাদী।

বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: অভাবের সঙ্গে লড়াই করে মিস্টার ইন্ডিয়া-য় তৃতীয় শিলিগুড়ির গোপাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল