লাথি মেরে উড়িয়ে দিলেন পুরস্কার! বাংলাদেশের বডিবিল্ডারের মতো এমন প্রতিবাদ ক'জন করে!

Last Updated:

Bangladeshi body builder controversy: জীবনের অনেক ক্ষেত্রে আমরা অনেকেই রাজনীতির শিকার হই! দুর্নীতির মুখে লাথি মেরে এই ছেলের মতো সাহসী প্রতিবাদ করতে পারি কি?

#ঢাকা: সাহস থাকা চাই। অনেকেই বলছেন তাঁর বুকের পাঁটা ছিল। কেউ আবার বলছেন, প্রতিবাদের ভাষা এটা হতে পারে না। তবে যেখানে দুর্নীতির পাঁকে সবই ডুবছে, সেখানে লাথি মেরে দুর্নীতির পাহাড় ভাঙা ছাড়া উপায় কী আছে! বাংলাদেশের বডিবিল্ডার সেটাই হয়তো করতে চেয়েছিলেন।
বাংলাদেশের জাতীয় ক্রীড়া পরিষদের শেখ কামাল মিলনায়তনে বডি বিল্ডিং প্রতিযোগিতার আয়োজন হয়েছিল। সেখানে বিচারকরা জাহিদ হাসান শুভকে দ্বিতীয় বলে ঘোষণা করেন। তার পর শুভর হাতে ব্লেন্ডার ধরিয়ে দেন দ্বিতীয় পুরস্কার হিসেবে। হতাশায়, রাগে গজগজ করছিলেন শুভ। শেষমেষ বিস্ফোরণ ঘটিয়ে ফেললেন।
আরও পড়ুন- চোট সারিয়ে মুম্বইয়ের নেটে ফের অনুশীলন শুরু রোহিতের, স্বস্তির নিঃশ্বাস ভারতীয় সমর্থকদের
এমনটা অনেকের সঙ্গেই হয়তো হয়! কোনও একটা প্রতিযোগিতায় কেউ কেউ রাজনীতির শিকার হন। সেটা তাঁরা বুঝতে পারেন, তবুও কিছুই করার থাকে না। তখন চুপচাপ মাথা নিচু করে ফিরে আসতে হয়। সব জেনে-বুঝেও সাহসী প্রতিবাদ করার সাহস সবাই দেখাতে পারেন না। শুভ দেখিয়েছেন। দুর্নীতির মুখে কষিয়ে লাথি মেরে।
advertisement
advertisement
শুভ লাথি মেরে দ্বিতীয় পুরস্কার হিসেবে পাওয়া ব্লেন্ডারের প্যাকেট হাওয়াড় উড়িয়ে দিয়েছেন। বিচারকদের সামনে উন্মত্ত হয়ে জাহির করেছেন তাঁর হতাশা। বুঝিয়ে দিয়েছেন, এমন ফেডারশন, এমন বিচারকের তোয়াক্কা তিনি করেন না। দুর্নীতির বিরুদ্ধে তিনি আপোস করেন না। এমন শুভ বাংলাদেশে জন্মায়। সারা বিশ্বে কি জন্মায়?
যদিও শুভর এমন কীর্তি নিয়ে অনেকে সমালোচনা করেছেন। তবে শুভ বলছেন, 'ওরা চুরি করবে। সেটা ধরিয়ে দিলেই ব্যান করে দেবে। যা করেছি বেশ করেছি। বুঝেশুনেই করেছি। চোরের মুখে লাথি দিয়েছি। দুর্নীতির মুখে লাথি দিয়েছি। ওরা লোকদেখানো জাজমেন্ট দিয়ে আমাকে দ্বিতীয় করেছে। আমার বডি কন্ডিশন হিসেব করলে কোনোভাবেই সেকেন্ড হওয়ার কথা নয়।'
advertisement
বাংলাদেশের বডি বিল্ডিং ফেডারেশন শুভকে আজীবনের জন্য নিষিদ্ধ করেছে। তবে তাতে শুভর কিছুই আসে যায় না। দুর্নীতির মুখে সপাট লাথি মেরে তিনি মনে মনে এখন প্রচণ্ড শান্তি অনুভব করছেন।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
লাথি মেরে উড়িয়ে দিলেন পুরস্কার! বাংলাদেশের বডিবিল্ডারের মতো এমন প্রতিবাদ ক'জন করে!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement