বিজেপির বিধায়কের মতে, গোটা উত্তরপূর্ব ভারতের ক্ষেত্রে শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি স্টেশনের গুরুত্ব অপরিসীম। আগামী দিনে এই স্টেশন থেকে নাথুলা সীমান্ত পর্যন্ত রেলপথের বিস্তার ঘটতে চলেছে। সেই কারণে পরিকাঠামো ঢেলে সাজানোর কাজ চলছে। এই গোটা বিষয়টি ঠিকভাবে করতে হলে নিউ জলপাইগুড়ি স্টেশনকে আলাদা ডিভিশনে পরিণত করা প্রয়োজন বলে তাঁর দাবি।
advertisement
আরও পড়ুন: কালবৈশাখীতে ছিঁড়ে যাওয়া তার জোড়া লাগল না তিন দিনেও! বিদ্যুৎ না থাকার প্রতিবাদে বিশাল কাণ্ড
পিএসি চেয়ারম্যান পিকে কৃষ্ণদাস গোটা বিষয়টি গুরুত্ব দিয়ে শুনেছেন বলে শিখা চট্টোপাধ্যায় জানান। বিজেপি বিধায়কের এই দাবি প্রসঙ্গে ওয়াকিবহাল মহলের মতে, নতুন এই ডিভিশন গড়ে উঠলে আগামীতে শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের বিভিন্ন এলাকার আর্থ সামাজিক ব্যবস্থার উন্নতি হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। পিএসি চেয়ারম্যান পিকে কৃষ্ণদাস বলেন, আমাদের কাছে এই বিষয়ে স্থানীয় বিধায়ক নিউ জলপাইগুড়িকে নতুন ডিভিশন করার আবেদন রেখেছেন। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দিয়েছেন বলে তিনি জানান।
এদিকে আগামী ২৯ মে সূচনা হতে চলেছে রাজ্যের তৃতীয় বন্দেভারত এক্সপ্রেস। নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করে একথা জানান রেল বোর্ডের প্যাসেঞ্জার অ্যামেনিটিস কমিটির চেয়ারম্যান পি কৃষ্ণদাস। সম্প্রতি উত্তর-পূর্ব সীমান্ত রেলের কাটিহার ডিভিশনের পাঁচটি স্টেশন পরিদর্শন করেন পিএসি কমিটির সদস্যরা। নকশালবাড়ি, বাগডোগরা, শিলিগুড়ি জংশন, শিলিগুড়ি টাউন ও নিউ জলপাইগুড়ি রেল স্টেশন ঘুরে দেখেন তাঁরা। এই স্টেশনগুলোর যাত্রী পরিষেবা, স্বচ্ছতা সহ অন্যান্য বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন পিএসি কমিটির সদস্যরা।
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পিএসি কমিটির চেয়ারম্যান পি কৃষ্ণদাস বলেন, বাংলার তৃতীয় বন্দে ভারত এক্সপ্রেস ২৯ মে চালু হতে চলেছে। পাশাপাশি বাংলার ৯২ টি রেল স্টেশনকে অমৃত ভারত রেল স্টেশন প্রকল্পের অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি জানান, নিউ জলপাইগুড়ি রেল স্টেশনকে আন্তর্জাতিক মানের রেল স্টেশন হিসেবে তৈরি করতে ৩৫০ কোটি টাকা বরাদ্দ করেছে রেল। সেই কাজ ২০২৪-২৫ অর্থবর্ষের মধ্যে শেষ হবে। অন্যদিকে, সেবক-রংপো রেল প্রকল্পের কাজও ২০২৪ সালের মধ্যে শেষের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে বলেও তিনি জানান।
অনির্বাণ রায়