কিন্তু এই বড়দিনের আগেই সাধারণ মানুষকে সচেতন করতে শিলিগুড়িতে রাস্তায় নামল সান্তা ক্লজ। শনিবার শিলিগুড়ির স্বেচ্ছাসেবী সংগঠন বন্ধুচল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে সান্তা ক্লজকে সঙ্গে নিয়ে সচেতনতা কর্মসূচি গ্রহণ করা হয় । প্ল্যাকার্ড হাতে মানুষকে বিভিন্ন বিষয়ে সচেতন করেন সংগঠনের সদস্যরা ।
জল সংরক্ষণ করুন জীবন বাঁচান, রক্ত দিন জীবন বাঁচান,করোনা হতে সাবধান, সেফ উইমেন সেভ নেশন সহ একাধিক বিষয়ে সচেতনতার বার্তা দেন তারা ।পাশাপাশি পথ চলতি খুদদের হাতে চকলেট ও বড়দের ফুলের চারা গাছ তুলে দিয়ে বড়দিনের শুভেচ্ছা জানানো হয় ।
advertisement
আরও পড়ুন: North 24 Parganas News: নতুন ট্রেন চালু হলেও কেন খুশি নন শিয়ালদা বনগাঁ শাখার এই যাত্রীরা!
আরও পড়ুন: North 24 Parganas News: নতুন ট্রেন চালু হলেও কেন খুশি নন শিয়ালদা বনগাঁ শাখার এই যাত্রীরা!
বড়দিনে সান্তাক্লজের অপেক্ষায় থাকে সবাই।সান্তা ক্লজ মানেই শাড়ি শাড়ি উপহার । আর এই উপহারের অপেক্ষায় সকলে বসে থাকে। তবে এই স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে এই অভিনব পন্থা শহরবাসীর মন জয় করে নেয় । মূলত শহরের প্রতিনিয়ত বাড়ছে অপরাধ । পাশাপাশি রক্ত সংকট ও বৃক্ষরোপনের বিষয়টি মাথায় রেখেই সংগঠনের এই অভিনব উদ্যোগ। সকলের মুখেই প্রশংসিত তাদের এই প্রচেষ্টা।
অনির্বাণ রায়