মূলত বেশিরভাগ বড় বড় ট্রাক এর রাস্তা দিয়ে যাতায়াত করে সামনেই প্রধান সরূপ বিশ্রাম বাইপাস থাকা সত্ত্বেও বহু ট্রাক এই রাস্তা দিয়ে যাতায়াত করার কারণে রাস্তা ঠিক রাখা সম্ভব হয় না বলে অভিযোগ স্থানীয়দের।এছাড়াও এলাকাবাসীদের অভিযোগ এই রাস্তা অনেকটা বড় এবং বহু মানুষকে হেঁটে এই পথ অতিক্রম করতে রাস্তা দিয়ে টোটো যাতায়াত করতে গিয়ে অনেক সময় টোটো উল্টে গিয়ে আহতও হয়েছেন।
advertisement
আরও পড়ুনঃ নন্দোৎসবে তাল বিকোচ্ছে ৬০ টাকায়
বহুদিন ধরেই অভিযোগ জানানো হলেও এই রাস্তা এখনো ঠিক করা হয়নি ।আশেপাশের স্থানীয় লোকেরা সবাই মিলেই নিজেরাই মাটি ফেলে রাস্তা উঁচু করে কিছুটা রেহাই পাওয়ার চেষ্টা করলেও সুরাহা হয়নি । ,\"একটু বর্ষা হলেই জল জমে যায় , রাস্তায় পুকুরের মত বড় গর্ত, রাস্তা ঘাট দিয়ে চলা দুর্বিসহ হয়ে ওঠে যেকোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে\" বলে জানান স্থানীয় বাসিন্দা।
আরও পড়ুনঃ শহরের মাঝে ডাম্পিং গ্রাউন্ড! দুর্গন্ধে প্রাণ ওষ্ঠাগত বাসিন্দাদের
এ প্রসঙ্গে এলাকার ৪২ নং ওয়ার্ডের কাউন্সিলর শোভা সুব্বা জানান, \"আমরা দীর্ঘদিন এই সমস্যা দেখে এসেছি। আলোচনা করেছি। সামনে দিয়ে ইস্টার্ন বাইপাস থাকা সত্ত্বেও বহু বড় বড় ট্রাক এই রাস্তা দিয়ে যাতায়াত করে বলেই রাস্তার এই হাল। এলাকার সমস্ত রাস্তা ঠিক টেন্ডার ইতিমধ্যেই পার হয়ে গিয়েছে। অতি শীঘ্রই রাস্তা তৈরির কাজ শুরু করে দেবেন।\"
Anirban Roy