TRENDING:

Siliguri: রায় কলোনির রাস্তা যেন হয়ে উঠেছে মরণ ফাঁদ! নীরব প্রশাসন

Last Updated:

শিলিগুড়ি পুর নিগমের ৪২ নং ওয়ার্ডের রায় কলোনি, প্রধান পাড়া সহ বিভিন্ন এলকার রাস্তার শোচনীয় অবস্থা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শিলিগুড়ি : শিলিগুড়ি পুর নিগমের ৪২ নং ওয়ার্ডের রায় কলোনি, প্রধান পাড়া সহ বিভিন্ন এলকার রাস্তার শোচনীয় অবস্থা। রায় কলোনির ঠাকুর পঞ্চানন বর্মা রোড এলাকার অন্যতম প্রধান রাস্তা কিন্তু এই রাস্তায় হয়ে উঠেছে মরণ ফাঁদ দীর্ঘ কয়েক কিলোমিটার রাস্তায় রয়েছে বড় বড় গর্ত যেকোনো মুহর্তে বড়সড়ো পথ দুর্ঘটনার সম্মুখীন হতে পারে স্থানীয় বাসিন্দারা বলে অভিযোগ তাদের। কিন্তু এবার স্থানীয় বাসিন্দারা রাস্তা সংস্কারের দাবি তুলে সরব হলেন। এলাকায় যে রাস্তা রয়েছে তা দেখে বোঝার উপায় নেই। সমস্ত এলাকা জুড়ে রয়েছে বড় বড় গর্ত।
advertisement

 

 

মূলত বেশিরভাগ বড় বড় ট্রাক এর রাস্তা দিয়ে যাতায়াত করে সামনেই প্রধান সরূপ বিশ্রাম বাইপাস থাকা সত্ত্বেও বহু ট্রাক এই রাস্তা দিয়ে যাতায়াত করার কারণে রাস্তা ঠিক রাখা সম্ভব হয় না বলে অভিযোগ স্থানীয়দের।এছাড়াও এলাকাবাসীদের অভিযোগ এই রাস্তা অনেকটা বড় এবং বহু মানুষকে হেঁটে এই পথ অতিক্রম করতে রাস্তা দিয়ে টোটো যাতায়াত করতে গিয়ে অনেক সময় টোটো উল্টে গিয়ে আহতও হয়েছেন।

advertisement

View More

আরও পড়ুনঃ নন্দোৎসবে তাল বিকোচ্ছে ৬০ টাকায়

 

 

বহুদিন ধরেই অভিযোগ জানানো হলেও এই রাস্তা এখনো ঠিক করা হয়নি ।আশেপাশের স্থানীয় লোকেরা সবাই মিলেই নিজেরাই মাটি ফেলে রাস্তা উঁচু করে কিছুটা রেহাই পাওয়ার চেষ্টা করলেও সুরাহা হয়নি ,\"একটু বর্ষা হলেই জল জমে যায় , রাস্তায় পুকুরের মত বড় গর্ত, রাস্তা ঘাট দিয়ে চলা দুর্বিসহ হয়ে ওঠে যেকোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে\" বলে জানান স্থানীয় বাসিন্দা।

advertisement

আরও পড়ুনঃ শহরের মাঝে ডাম্পিং গ্রাউন্ড! দুর্গন্ধে প্রাণ ওষ্ঠাগত বাসিন্দাদের

 

 

এ প্রসঙ্গে এলাকার ৪২ নং ওয়ার্ডের কাউন্সিলর শোভা সুব্বা জানান, \"আমরা দীর্ঘদিন এই সমস্যা দেখে এসেছি। আলোচনা করেছি। সামনে দিয়ে ইস্টার্ন বাইপাস থাকা সত্ত্বেও বহু বড় বড় ট্রাক এই রাস্তা দিয়ে যাতায়াত করে বলেই রাস্তার এই হাল। এলাকার সমস্ত রাস্তা ঠিক টেন্ডার ইতিমধ্যেই পার হয়ে গিয়েছে। অতি শীঘ্রই রাস্তা তৈরির কাজ শুরু করে দেবেন।\"

advertisement

 

 

 

সেরা ভিডিও

আরও দেখুন
যা নেবেন মাত্র ৫ টাকা! বিজয়ার মিষ্টির সাবেকি স্বাদ পেতে হলে যেতে হবে এখানে, কোথায় জানেন
আরও দেখুন

Anirban Roy

বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri: রায় কলোনির রাস্তা যেন হয়ে উঠেছে মরণ ফাঁদ! নীরব প্রশাসন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল