অটোচালক কিংবা গাড়ি চালকদের সঙ্গে ভাড়া নিয়ে যাত্রীদের বচসা বিবাদ লেগেই থাকে। এছাড়াও মাঝেমধ্যেই খবরের শিরোনামে চালকদের বিরুদ্ধে নানা হেনস্থার খবর উঠে আসে। ফলে যাত্রীদের চোখে চালকদের ভূমিকা মোটেই ভাল নয়।তবে এতকিছুর মধ্যেও শিলিগুড়ির সিটি অটোচালক সুজিত সুব্বাকে দেখা গেল অন্য ভূমিকায়। তাঁর অটোতে যাত্রীদের মন ভাল করতে তিনি চকলেটের পাত্র রেখেছেন।
advertisement
আরও পড়ুন : মাকে কামড়েছিল বিড়াল, সেই ভ্যাক্সিন দিয়ে দেওয়া হল ১০ মাসের শিশুকে, চাঞ্চল্য আলিপুরদুয়ারে
সেই সঙ্গে রয়েছে সিল প্যাকড জলের বোতল। এখানেই শেষ নয়, যাত্রীদের সময় বাঁচাতে তিনি গাড়িতে ভাড়া দেওয়ার জন্য ডিজিটাল পেমেন্ট-এর সুবিধাও রেখেছেন। গাড়ির সিটের পাশেই রয়েছে মন ভাল করার বার্তা।তবে যাত্রীদের চকোলেট খেয়ে প্যাকেট বাইরে ফেলা নিষিদ্ধ, ফেলতে হবে গাড়ির ভিতরে থাকা ডাস্টবিনে। এই অভিনব উদ্যোগ নিয়ে প্রতিদিন শিলিগুড়ির শুকনা থেকে কোটমোড় এর মধ্যে সিটি অটো চালাচ্ছেন গাড়িচালক সুজিত সুব্বা।
আরও পড়ুন : চা শ্রমিকদের বোনাস জট, ১১০ বছরের ঐতিহ্যের গ্লেনারিজে বন্ধ দার্জিলিং টি !
সুজিত বাবুর অটো চালক হিসেবে যাত্রা শুরু হয়েছিল মাত্র বছর কয়েক আগে। তিনি প্রথমে ভারতীয় সেনাবাহিনীতে সেনা জওয়ান হিসেবে কর্মরত ছিলেন। এরপর ২০১৭ অবসর নেওয়ার পর যাত্রা শুরু হয় অটোচালক হিসেবে। বছর কয়েক আগেই সংসার চালাতে দুটি সিটি অটো কেনেন তিনি। যার মধ্যে একটি অটো তিনি নিজেই চালান এবং অন্যটি ড্রাইভার রাখে চালাচ্ছেন। তবে ড্রাইভার হিসেবে পথে নামার পর থেকেই তিনি যাত্রীদের সাথে চালকদের সুসম্পর্ক গড়ে তোলা এবং গাড়িচালকরা খারাপ নয় এই বার্তা দিতেই এই অভিনব উদ্যোগ নিয়েছেন। জানা গিয়েছে প্রতিদিন তিনি শুকনা থেকে শিলিগুড়ির কোর্ট মোড় পর্যন্ত প্রায় ১৪ কিলোমিটার পথে দিনে পাঁচ ট্রিপ গাড়ি চালান। তার গাড়িতে প্রতিদিনই ওই এলাকার স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা এবং চা বাগান শ্রমিকরা যাওয়া আসা করেন। তার এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন যাত্রীরা।