শিলিগুড়ি পুরনিগমের ৩৩ নম্বর ওয়ার্ডের বাবুপাড়ায় থাকেন প্রিয়াঙ্কা মজুমদার। শুক্রবার তিনি ডাবগ্রাম, রবীন্দ্রনগর, লেকটাউন, বাবুপাড়া সহ শিলিগুড়ির বিভিন্ন এলাকার পথ কুকুরদের জ্যাকেট পরিয়ে দেন। যাতে তোদের ঠান্ডা একটু হলেও কম লাগে।
আরও পড়ুন: মুর্শিদাবাদের প্রথম খাদ্যমেলা, স্পেশাল কী কী আছে জানুন
প্রিয়াঙ্কা মজুমদার জানিয়েছেন বাড়িতে তাঁর নিজেরও পোষ্য আছে। তাই ঠান্ডায় তারা কেমন কষ্ট পায় সেটা ভালই জানেন। বিশেষ করে পথ কুকুর, মানে যাদের এই প্রবল শীতেও রাস্তার ধারে পড়ে থাকতে হয় তাদের কষ্ট যে আরও বেশি সেটা জানাতে ভোলেননি এই পশুপ্রেমী। তাই তিনি একক চেষ্টায় এমন উদ্যোগ নিয়েছেন বলেও জানালেন। সেই কারণেই নিজের উদ্যোগে যতগুলি পথ কুকুরকে সম্ভব সুদৃশ্য জ্যাকেট পরিয়ে দিলেন। যাতে শীতের কামড় থেকে তারা কিছুটা হলেও রক্ষা পায়।
advertisement
সাধারণ মানুষের উদ্দেশ্যে প্রিয়াঙ্কা মজুমদারের আবেদন, "শীতকালে পথ কুকুরদের বাড়ি থেকে তাড়িয়ে দেবেন না। ওদেরও ঠান্ডা লাগে, তাই এই সময় একদমই গায়ে জল ছুড়বেন না।" সেই সঙ্গে প্রত্যেককেই নিজস্ব সমর্থন অনুযায়ী পাথ কুকুরদের খেতে দেওয়ার কথা বলেন। জানান আগামী দিনেও নিজের সাধ্য অনুযায়ী পথ কুকুরদের জন্য কাজ করবেন
অনির্বাণ রায়