TRENDING:

Siliguri News: বাংলাদেশে মোষ পাচারের আগেই গাড়ি সহ ধৃত পাচারকারী

Last Updated:

বিহার থেকে ১৯ টি মোষ একটি ১৪ চাকা লরিতে করে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি: উত্তরবঙ্গে শিলিগুড়িকে করিডর করে সীমান্তবর্তী দেশগুলিতে নানা ধরনের অবৈধ সামগ্রী পাচার হচ্ছে। তবে বাংলাদেশে গরু ও মোষ পাচারের ঘটনা সবচেয়ে বেশি। মাসকয়েক গরু পাচার নিয়ে অতিরিক্ত কড়াকড়ি শুরু হ‌ওয়ায় পাচারকারীরা এখন মোষ পাচারে যাবতীয় মনোসংযোগ দিয়েছে বলে সূত্রের খবর। রবিবার রাতে এমনই পাচার করতে গিয়ে এক পাচারকারী মোষ সহ ধরা পড়ল এনজেপি থানার সাদা পোশাকের পুলিশের হাতে।
advertisement

জানা গিয়েছে, বিহার থেকে ১৯ টি মোষ একটি ১৪ চাকা লরিতে করে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে ফুলবাড়িতে হানা দেয় এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ। গাড়ি সহ মোষগুলিকে আটক করে। গ্রেফতার করা হয় গাড়ির চালক মহম্মদ হোসেনকে। এই ঘটনায় আরও একবার প্রমাণিত হল শিলিগুড়িকে করিডর হিসেবে ব্যবহার করছে পাচারকারীরা।

advertisement

আরও পড়ুন: বিনামূল্যে ওষুধ দেবে বেসরকারি ফার্মেসি! চিকিৎসা করতেও লাগবে না টাকা

এদিকে ধৃত গাড়ি চালককে জেরা করে পুলিশ জানতে পারে, দীর্ঘদিন ধরেই তারা শিলিগুড়ির উপর দিয়ে বাংলাদেশে গরু ও মোষ পাচারের কাজ করছে। এই পাচার চক্রের সঙ্গে আর কে কে জড়িত আছে তা জানার জন্য তদন্ত চালাচ্ছে এনজেপি থানার পুলিশ।

advertisement

অনির্বাণ রায়

বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: বাংলাদেশে মোষ পাচারের আগেই গাড়ি সহ ধৃত পাচারকারী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল