দেওঘর যাওয়ার উদ্দেশ্যে সপরিবারে শিলিগুড়ি থেকে রওনা দেন উত্তম বাবু, তবে বাবাধামে গিয়ে ভোলে বাবার দর্শনের আগে তার এই যাত্রায় যে রাস্তা ধরে তিনি যাবেন সেই রাস্তার বিভিন্ন জায়গায় সবুজায়নের লক্ষ্যে প্রায় একাধিক চারা গাছ এই যাত্রায় ওনার সঙ্গী হয়েছে। এদিন উত্তমবাবু জানান, পৃথিবীতে ধীরে ধীরে যেভাবে আবহাওয়ারপরিবর্তন ঘটে বিশ্ব উষ্ণায়ন বেড়ে চলেছে তারই মোকাবিলাই তার এই ছোট্ট প্রচেষ্টা।
advertisement
আরও পড়ুনঃ সবুজায়নের উদ্দেশ্যে ৩টি রাজ্যে চারা গাছ লাগানোর অভিনব উদ্যোগ
প্রসঙ্গত , এই একাধিক চারা গাছ তিনি পশ্চিমবঙ্গ থেকে শুরু করে বাবাধাম যাওয়ার পথে বিহার ও ঝাড়খন্ড এই তিনটি রাজ্যে এই সমস্ত চারা গাছগুলি লাগিয়ে বাবার দরবারে পৌঁছাবেন। পাশাপাশি তিনি আরো জানান, তিনি তার এই উদ্যোগে নিজের পরিবারের সদস্যদেরও সঙ্গে করে নিয়ে যাচ্ছেন কারণ তার এই প্রচেষ্টা তার পরিবারের আগামী প্রজন্মকেও উৎসাহ জোগাবে।
আরও পড়ুনঃ ইকো ফ্রেন্ডলি পুজো করতে বদ্ধপরিকর শিলিগুড়ি পুরনিগম
পরিবেশকে ভালোবাসার ও গাছ লাগানো কতটা প্রয়োজন এ বিষয়ে উত্তমবাবুর চিন্তাধারাকে তার পরিবারের আগামী প্রজন্ম এগিয়ে নিয়ে যাবে বলে তার বিশ্বাস। এছাড়া তিনি বলেন যেভাবে সারা বিশ্ব জুড়ে বিশ্ব উষ্ণায়ন বেড়ে চলেছে তাতে তার এই ছোট্ট প্রচেষ্টায় হয়তো আরো মানুষের মধ্যেও গাছ লাগানোর আগ্রহ জন্মাবে। আর সেই লক্ষ্যমাত্রায় তার এই অভিনব প্রয়াস। এভাবে সমস্ত মানুষের মধ্যে পরিবেশ প্রেমী হয়ে ওঠার আহবান জানিয়েছেন উত্তম বাবু।
Anirban Roy