Siliguri: সবুজায়নের উদ্দেশ্যে ৩টি রাজ্যে চারা গাছ লাগানোর অভিনব উদ্যোগ
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
সবুজায়নের উদ্দেশ্যে ৩ টি রাজ্যে চারা গাছ লাগানোর অভিনব পন্থা নিলেন পরিবেশ প্রেমী উওমবাবু।
#শিলিগুড়ি : সবুজায়নের উদ্দেশ্যে ৩ টি রাজ্যে চারা গাছ লাগানোর অভিনব পন্থা নিলেন পরিবেশ প্রেমী উওমবাবু। শ্রাবণ মাস মানেই ভোলেনাথের মাস, এই শ্রাবণ মাসে দেশের বিভিন্ন জায়গা থেকে শিব ভক্তরা শিবের মাথায় জল ঢালতে বাবাধামের উদ্দেশ্যে রওনা দেয় কেউ বা গাড়িতে আবার কেউ বা পায়ে হেঁটেই কয়েক কিলোমিটার পাড়ি দিয়ে বাবার কাছে পৌঁছায়। তবে এই শ্রাবণ মাসে দেওঘরে বাবাধাম যাওয়ার পথে মনে সবুজায়নের উদ্যোগ গ্রহণ করে যাত্রা শুরু করলেন শিলিগুড়ি বিধান রোডের এক ব্যবসায়ী তথা সমাজসেবী উত্তম চ্যাটার্জী।
advertisement
দেওঘর যাওয়ার উদ্দেশ্যে সপরিবারে শিলিগুড়ি থেকে রওনা দেন উত্তম বাবু, তবে বাবাধামে গিয়ে ভোলে বাবার দর্শনের আগে তার এই যাত্রায় যে রাস্তা ধরে তিনি যাবেন সেই রাস্তার বিভিন্ন জায়গায় সবুজায়নের লক্ষ্যে প্রায় একাধিক চারা গাছ এই যাত্রায় ওনার সঙ্গী হয়েছে। এদিন উত্তমবাবু জানান, পৃথিবীতে ধীরে ধীরে যেভাবে আবহাওয়ারপরিবর্তন ঘটে বিশ্ব উষ্ণায়ন বেড়ে চলেছে তারই মোকাবিলাই তার এই ছোট্ট প্রচেষ্টা।
advertisement
প্রসঙ্গত , এই একাধিক চারা গাছ তিনি পশ্চিমবঙ্গ থেকে শুরু করে বাবাধাম যাওয়ার পথে বিহার ও ঝাড়খন্ড এই তিনটি রাজ্যে এই সমস্ত চারা গাছগুলি লাগিয়ে বাবার দরবারে পৌঁছাবেন। পাশাপাশি তিনি আরো জানান, তিনি তার এই উদ্যোগে নিজের পরিবারের সদস্যদেরও সঙ্গে করে নিয়ে যাচ্ছেন কারণ তার এই প্রচেষ্টা তার পরিবারের আগামী প্রজন্মকেও উৎসাহ জোগাবে।
advertisement
পরিবেশকে ভালোবাসার ও গাছ লাগানো কতটা প্রয়োজন এ বিষয়ে উত্তমবাবুর চিন্তাধারাকে তার পরিবারের আগামী প্রজন্ম এগিয়ে নিয়ে যাবে বলে তার বিশ্বাস। এছাড়া তিনি বলেন যেভাবে সারা বিশ্ব জুড়ে বিশ্ব উষ্ণায়ন বেড়ে চলেছে তাতে তার এই ছোট্ট প্রচেষ্টায় হয়তো আরো মানুষের মধ্যেও গাছ লাগানোর আগ্রহ জন্মাবে। আর সেই লক্ষ্যমাত্রায় তার এই অভিনব প্রয়াস। এভাবে সমস্ত মানুষের মধ্যে পরিবেশ প্রেমী হয়ে ওঠার আহবান জানিয়েছেন উত্তম বাবু।
advertisement
Anirban Roy
Location :
First Published :
August 13, 2022 5:12 PM IST