আরও পড়ুন: এসে পড়ল আরও একটা ভোট, বিধানসভার স্মৃতি মনে পড়লে এখনও কেঁপে ওঠে জোরপাটকি
এনজেপি থানার পুলিশ সূত্রে খবর, ফুলবাড়িতে অভিযান চালিয়ে একটি সন্দেহজনক কন্টেনার আটক করা হয়। গাড়িটিতে নাগাল্যান্ড নম্বর প্লেট লাগানো ছিল। কন্টেনারটিতে তল্লাশি চালিয়ে ৭৫ টি মোষ উদ্ধার হয়। মোষগুলো অন্যত্র নিয়ে যাওয়ার কোনও কাগজপত্র ছিল না। এই ঘটনায় গাড়ির চালক সাকির আলমকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের বাড়ি বিহারের দৌলতপুরে।
advertisement
শিলিগুড়ি খবর | Siliguri News
বহুদিন ধরেই এক গরু-মোষ পাচারচক্র অত্যন্ত সক্রিয় শিলিগুড়ি ও তার আশপাশের অঞ্চলে। তারা ফুলবাড়িকে করিডর করে পাচারকাজ চালাচ্ছে।পুলিশের নজর এড়াতে জাতীয় সড়কের পরিবর্তে গ্রামীণ সড়ক ব্যবহার করে পাচারকারীরা। তবে পুলিশ তৎপর থাকায় মাঝেমধ্যেই মোষ সহ ধরা পড়ছে পাচারকারীরা। শনিবারের ঘটনায় জানা গিয়েছে, বিহার থেকে অসমে নিয়ে যাওয়া হচ্ছিল মোষগুলোকে।
অনির্বাণ রায়