Election Panic: এসে পড়ল আরও একটা ভোট, বিধানসভার স্মৃতি মনে পড়লে এখনও কেঁপে ওঠে জোরপাটকি
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:SARTHAK PANDIT
Last Updated:
কোচবিহারের জোরপাটকির ৫/১২৬ নম্বর ভোট গ্রহণ কেন্দ্রেই গত বিধানসভা ভোটে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চার চারজনের মৃত্যু হয়েছিল।
কোচবিহার: ২১ এর বিধানসভা ভোটের দু’বছর পর আরও একটা নির্বাচন। এবার পঞ্চায়েত ভোট হলেও বিধানসভার দুঃসহ স্মৃতির এখনো মুছে যায়নি শীতলকুচির জোরপাটকি’র বাসিন্দাদের। মুহূর্তের মধ্যে চারটে তরতাজা ছেলে লাশে পরিণত হয়েছিল। গত বিধানসভায় বুথ দখলকে কেন্দ্র করে ঝামেলা শুরু হতেই গুলি চালাতে শুরু করে কেন্দ্রীয় সিআইএসএফ বাহিনী। আর তাতেই ঘটে ভয়ঙ্কর ঘটনা। আবার একটা ভোট এসে পড়তেই সেই ভয়াবহ স্মৃতি যেন খোঁচা দিয়ে উঠছে এখানকার মানুষের মনে।
কোচবিহারের জোরপাটকির ৫/১২৬ নম্বর ভোট গ্রহণ কেন্দ্রেই গত বিধানসভা ভোটে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চার চারজনের মৃত্যু হয়েছিল। আবার একটা ভোট এসে পড়তেই আতঙ্ক মাথা চাড়া দিয়েছে এখানকার মানুষের। সকলের মনে যেন একটাই প্রশ্ন, আবার তেমন কিছু ঘটবে না তো! কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে পঞ্চায়েত নির্বাচনেও কেন্দ্রীয় বাহিনী আনতে হবে। তাতে রাজ্যের অন্যান্য এলাকার মানুষ স্বস্তি পেলেও ভয় বেড়ে গিয়েছে জোরপাটকি’র। তবে শেষ পর্যন্ত সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। ফলে আদৌ কেন্দ্রীয় বাহিনী আসবে কিনা তা নিশ্চিত নয়।
advertisement
advertisement
সিআইএসএফ-এর গুলিতে মৃত মনিরুজ্জামালের বাবা আমজাদ হোসেন শেষ বয়সে এসে ছেলের মৃত্যুতে যেন সহায় সম্বলহীন হয়ে পড়েছেন। আবার একটা ভোট এসে পড়ায় সেদিনের স্মৃতি আরও বেশি করে মনে পড়ছে তাঁর। এই পরিস্থিতিতে জোরপাটকি’র একটাই প্রার্থনা, এবার যেন বিধানসভার মতো তেমন কিছু না ঘটে!
সার্থক পণ্ডিত
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
June 17, 2023 5:46 PM IST