মোট ৪৫ টি মেশিন এদিন চালু করা হয়। কর্মসংস্থানের কথা ভেবেই এই মেশিন গুলি বসানো হলো। ১ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্প চালু করা হয়েছে। এখন প্রচুর মহিলাদের কর্মসংস্থান হবে বলে আশা করছে স্থানীয়রা। খড়ি বাড়ি ও ফাসীদাওয়া এলাকার সমস্ত স্কুলের পোশাক এখন থেকে এইখানে বানানো হবে। আগামীতে আরো মেশিন বসানো হবে বলে জানান শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ।
advertisement
আরও পড়ুনঃ চুরির অভিযোগে বেঁধে রেখে গণধোলাই যুবককে! পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা
শিলিগুড়ি মহাকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ মহাশয় জানান মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যেই এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মোট ৪৫ টি সেলাই মেশিন এদিন চালু করা হলো। ফাঁসিদেওয়া ও খড়িবাড়ি ব্লকের যতগুলো স্কুল আছে সেই সমস্ত স্কুলের পোশাক এখানে বানানো হবে। এতে তাদের কাজের কোন অভাব হবে না এবং ধীরে ধীরে আরো সেলাই মেশিন বসানো হবে যাতে করে এই সমস্ত এলাকার মহিলারা নিজেরা স্বনির্ভর হতে পারেন।
Anirban Roy





