সূত্রের খবর, পিকনিক সেরে রবিবার রাতে বাইক চালিয়ে বাড়ি ফিরছিলেন দুই যুবক। কিন্তু বাগডোগরার জংলীবাবা মোড় সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা একটি গাছে ধাক্কা মারে তাদের বাইক। রাস্তায় ছিটকে পড়েন ওই দুই যুবক। ঘটনার পর তাদের উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মাঝরাস্তাতেই তাদের মৃত্যু হয়েছিল।
advertisement
আরও পড়ুন: আগে টিকা নেওয়া থাকলেও হাম ও রুবেলার ভ্যাকসিন ফের দেওয়া হবে
দুর্ঘটনায় এই দুই যুবকের মৃত্যু প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা রবিশঙ্কর দেবের দাবি, শীতকাল পড়লেই আশেপাশের এলাকার লোকজন পিকনিকের জন্য এইদিকে ঘন ঘন আসতে থাকে। আর সেই সময় প্রায় নিয়মিত দুর্ঘটনার খবর আসে বাগডোগরার এই এলাকা থেকে। স্থানীয়দের অভিযোগ, পিকনিক পার্টির একাংশের মাত্রছাড়া আনন্দে বেপরোয়াভাবে গাড়ি চালানোর কারণেই এমন দুর্ঘটনা ঘটে। এই পরিস্থিতি এড়াতে প্রশাসনের আরও নজরদারি দরকার বলে জানিয়েছেন তাঁরা। সেইসঙ্গে পুলিশের আরও সক্রিয়তার দাবি জানানো হয়।
অনির্বাণ রায়