আরও পড়ুন: শিশুদের আর্লি ট্রিটমেন্ট শুরু হল আরামবাগ মেডিকেলে
প্রত্যক্ষদর্শীদের থেকে জানা গিয়েছে, মঙ্গলবার সকাল সাড়ে ন’টা নাগাদ দক্ষিণ-পূর্ব রেলের বরাভূম স্টেশনের দু’নম্বর প্ল্যাটফর্মে এই দুর্ঘটনা ঘটে। ১৮০১৯ ঝাড়গ্রাম-ধানবাদ মেমু এক্সপ্রেশ ট্রেন থেকে হঠাৎই পা পিছলে লাইনে পড়ে যান শঙ্কর পাঠক নামে ওই যুবক। সঙ্গে সঙ্গে ওই ট্রেনেরই চাকায় কাটা পড়ে তাঁর পা। কোনরকমে প্রাণে বেঁচে যান। দুর্ঘটনার পরই পুরুলিয়ার বরাভূম স্টেশনে কর্তব্যরত জিআরপি-র সিভিক কর্মীরা তাঁকে উদ্ধার করে স্থানীয় বাঁশগড় হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে দেবেন মাহাতো মেডিকেল কলেজে রেফার করা হয়।
advertisement
জানা গিয়েছে, ট্রেনে পা কাটা পড়া ওই যুবকের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। ওই যুবকের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে জিআরপি তাঁর আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করে। খবর পেয়েই তাঁরা বাঁশগড় হাসপাতালে ছুটে আসেন। এরপর চিকিৎসকদের পরামর্শ মতো দ্রুত শঙ্কর পাঠককে পুরুলিয়া শহরের দেবেন মাহাতো মেডিকেল কলেজে নিয়ে গিয়ে ভর্তি করেন। এদিকে বারবার রেলের পক্ষ থেকে সতর্ক করা হলেও যাত্রীদের একাংশ সাবধান হচ্ছেন না। ফলে মুহূর্তের অসাবধানতায় মাঝেমধ্যেই ঘটে যাচ্ছে এমন দুর্ঘটনা।
শর্মিষ্ঠা ব্যানার্জি