তাই বেশ কিছু দাবি-দাওয়াকে সামনে রেখে মঙ্গলবার পুরুলিয়া রেল স্টেশন থেকে মিছিল করে পুরুলিয়া জেলাশাসকের ও গ্রামোন্নয়ন দফতরের আধিকারিকের দ্বারস্থ হন তারা। তাদের অভিযোগ, বেলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সংঘনেত্রীরা বিভিন্ন কারণে দলের সদস্যদের কাছ থেকে টাকা নিচ্ছে।
আরও পড়ুন ঃ কেন্দ্রের বিরাট স্বীকৃতি রঘুনাথপুর সুপার স্পেশালিটিকে
advertisement
তার মধ্যে যেমন রয়েছে, ক্যাশ ক্রেডিট একাউন্ট খোলার জন্য ৫০০ টাকা, যেকোনো প্রতিলিপি লেখার জন্য ৫০ টাকা, ক্যাশ ক্রেডিট একাউন্ট রিনুয়ালের জন্য ৩০০ টাকা, আবর্তনীয় তহবিল পাইয়ে দেওয়ার জন্য ১০০০ টাকা। যার ফলে শ্রমজীবী মহিলারা অনেকটাই সমস্যার মধ্যে পড়েছেন।
এরই পাশাপাশি কমিউনিটি ইনভেস্টমেন্ট ফান্ডের দরুন ৩১ লক্ষ টাকা দেওয়া হয়েছে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্য। সেই টাকারও যথাযথ কোন হিসেব দিতে পারছেন না তারা। তাই অবিলম্বে সংঘ নেত্রী বদল, কমিউনিটি সার্ভিস প্রোভাইডার ও বোর্ড অফ ডিরেক্টরস পরিবর্তনের দাবী জানাচ্ছেন তারা।
আরও পড়ুন ঃ আড়ম্বরের সঙ্গে পালিত হল শ্রাবণী মেলা, রইল ভিডিও…
এ বিষয়ে জেলা গ্রামোন্নয়ন সংস্থার প্রজেক্ট ডাইরেক্টর সুকুমার বৈদ্য বলেন, বিষয়টি নিয়ে আমরা খুব শীঘ্রই একটি মিটিংয়ে বসব। অভ্যন্তরীণ কোন সমস্যা যদি থেকে থাকে তা অতিসত্বর সমাধানের চেষ্টা করা হবে। ডিআরডিসি সমস্ত দিক থেকেই স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের পাশে থেকেছে, আগামী দিনেও তাদের পাশে থাকবে।
শ্রমজীবী মহিলা সমিতির দাবি গুলিকে মান্যতা দেওয়ার জন্য বেশ কিছুক্ষণের জন্য পথ অবরোধ করেন শ্রমজীবী মহিলারা। আগামী দিনের তাদের এই সমস্যা সমাধান হয় কিনা সেটাই এখন দেখার।
শমিষ্ঠা ব্যানার্জি