আরও পড়ুন: চেঙ্গাইল ফেরিঘাটে তৈরি হচ্ছে জেটি, আরও সহজে পৌঁছনো যাবে পূজালি
পুরুলিয়ার মফস্বল থানার কুলটার গ্রামের মহিলারা একজোট হয়ে প্রতিবাদে সামিল হন। তাঁদের অভিযোগ, গ্রামের প্রায় সব জায়গাতেই রমরমিয়ে চলছে মদের কেনা-বেচা। যুবসমাজ তাই মদের প্রতি অনেক বেশি আসক্ত হয়ে পড়ছে। এই নিয়ে নিয়মিত বিবাদ সৃষ্টি হচ্ছে গ্রামের মধ্যে। মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে পরিবারের সদস্যদের সঙ্গেও ঝামেলায় জড়িয়ে পড়ছে তারা। এতে গ্রামের পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। অসাধু কারবারীদের গ্রামের মধ্যে মদ বিক্রি করতে বারণ করা হলেও তারা কোনও কথা শুনছে না। এই অবস্থায় সকলের ভালো করতেই তাঁরা পথ অবরোধ করে মদ বিক্রি বন্ধের দাবি জানিয়েছেন বলে জানান মহিলারা। এই আন্দোলনে তাঁদের নেতৃত্বদের স্থানীয় মহিলা সমিতি।
advertisement
এদিকে গুরুত্বপূর্ণ রাজ্য সড়ক অবরোধের খবর পেয়ে ছুটে আসে পুলিশ। তাঁরা দীর্ঘক্ষণ মহিলাদের সঙ্গে কথা বলেন। শেষে পরিস্থিতি নিয়ন্ত্রণের পুলিশি আশ্বাস পেয়ে গ্রামের মহিলারা অবরোধ তুলে নেন। পরে পুলিশের পক্ষ থেকেও জানানো হয় বেআইনিভাবে গ্রামে কোনও মদ বিক্রি চলবে না। এরপরও কেউ যদি আইন ভেঙে এই কাজ করে তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
পুরুলিয়া খবর | Latest Purulia News
শমিষ্ঠা ব্যানার্জি