চলতি অর্থবর্ষে পুরুলিয়া ও বাঁকুড়া জেলায় নতুন কী কী শিল্প হয়েছে সেই বিষয়ে বিস্তর আলাপ আলোচনা করা হয় এই সম্মেলনে। পাশাপাশি শিল্পপতি ও উদ্যোগপতিদের আহ্বান জানানো হয় সরকারি যে সকল সুযোগ-সুবিধা রয়েছে সেগুলিকে যথাযথ ব্যবহার করে নিজেদের ব্যবসাকে আরও প্রস্ফুটিত করার জন্য। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহা। তিনি বলেন, "আমরা শিল্পপতিদের আহ্বান জানিয়েছি বাঁকুড়া ও পুরুলিয়া জেলায় আসার জন্য। এই দুই জেলায় ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের জন্য উপযুক্ত পরিবেশ এবং জমি রয়েছে। এখানে শিল্পের উন্নতি হলে কর্মসংস্থানও বাড়বে।"
advertisement
আরও পড়ুন: পূর্ব মেদিনীপুরে শুরু জেলা পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
এই শিল্প সম্মেলনে উপস্থিত থেকে রাজ্যের খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি বলেন, "পুরুলিয়া, বাঁকুড়ায় বিপুল পরিমাণে মহুয়া গাছ দেখা যায়। মহুয়া ফলকে সংগ্রহ করে একটি নতুন ধরনের শিল্প তৈরি করার প্রস্তাব দেন তিনি।"
শিল্প সম্মেলনে উপস্থিত ছিলেন পশ্চিমাঞ্চল উন্নয়ন দফতরের মন্ত্রী সন্ধ্যারানি টুডু, পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দোপাধ্যায়, বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্মু, পুরুলিয়ার জেলাশাসক রজত নন্দা, পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গরা।
শর্মিষ্ঠা ব্যানার্জি