East Medinipur News: পূর্ব মেদিনীপুরে শুরু জেলা পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

Last Updated:

পূর্ব মেদিনীপুরে শুরু হয়েছে দু'দিন ব্যাপী জেলা পুলিশের অ্যানুয়াল স্পোর্টস মিট

+
title=

পূর্ব মেদিনীপুর: শুরু হয়েছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের দু'দিনের স্পোর্টস মিট। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমাঞ্চলের এডিজি অ্যান্ড আইজিপি সঞ্জয় সিং। শুক্রবার এই স্পোর্টস মিট শুরু হয়। শনিবার পর্যন্ত চলবে। প্রতিটি থানার পুলিশ অফিসার সহ কনস্টেবল এবং সিভিক ভলেন্টিয়াররা অংশগ্রহণ করেন।
এই স্পোর্টস মিটে পুলিশকর্মী এবং তাঁদের পরিবারের জন্য বেশ কয়েকটি প্রতিযোগিতা রাখা হয়েছে। পুরুষ ও মহিলা পুলিশ কর্মীদের জন্য পৃথকভাবে ৪০০ মিটার ও ১০০ মিটার দৌড়ের ইভেন্ট আছে। এছাড়াও অন্যান্য খেলার প্রতিযোগিতা রয়েছে।
advertisement
করোনার কারণে পরপর দু'বছর সেভাবে জেলা পুলিশের অ্যানুয়াল স্পোর্টস মিট আয়োজন করা হয়নি। এবার নতুন উদ্যমে তা শুরু হয়েছে। তমলুকের নিমতৌড়িতে জেলাশাসক কার্যালয়ের পাশে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের নতুন পুলিশ লাইনের মাঠে এই অ্যানুয়াল স্পোর্টস মিট শুরু হয়েছে। শুধু দৌড় নয়, সেখানে ফুটবল এবং ক্রিকেট প্রতিযোগিতাও আয়োজিত হবে। এই অ্যানুয়াল স্পোর্টস মিট জেলা পুলিশ মহলে ব্যাপক সাড়া ফেলেছে। এমনিতেও পুলিশকর্মীরা সারা বছর এই দুটো দিনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন। কারণ এই স্পোর্টস মিটেই ঊর্ধ্বতন অফিসার এবং সাধারণ কনস্টেবল সবাই সমান থাকে। সকলকেই মাঠে নেমে যোগ্যতার প্রমাণ দিতে হয়। সব মিলিয়ে আনন্দের মেজাজেই পালিত হচ্ছে এই অ্যানুয়াল স্পোর্টস মিট।
advertisement
সৈকত শী
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News: পূর্ব মেদিনীপুরে শুরু জেলা পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement