ইতিমধ্যেই পুরুলিয়া জেলা প্রশাসন ও পৌরসভার একটি টিম সাহেব বাঁধের পুরনো পাম্প স্টেশন পরিদর্শন করেছে। জেলাশাসক রজত নন্দা নিজে সরজমিনে পাম্প স্টেশন পরিদর্শন করেন, সঙ্গে ছিলেন পৌর প্রধান নবেন্দু মাহালী, জনস্বাস্থ্য কারিগরি বিভাগের আধিকারিকেরা, পৌরসভার ইঞ্জিনিয়ার ও ইঞ্জিনিয়াররা। এ বিষয়ে জেলাশাসক রজত নন্দা বলেন,’শহরের মানুষদের জলের সমস্যা মেটাতে বিকল্প ভাবনা নেওয়া হচ্ছে। সাহেব বাঁধের জল পানীয় হিসেবে ব্যবহার করা যাবে কিনা পরীক্ষামূলকভাবে সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যদি সমস্ত কিছু ঠিক থাকে তাহলে খুব শীঘ্রই সাহেব বাঁধের জল পানীয় হিসেবে সরবরাহের ব্যবস্থা করা হবে।’
advertisement
এ বিষয়ে পুরুলিয়া পৌরসভার পৌর প্রধান নব্যেন্দু মাহালী বলেন,’শহরে পানীয় জলের উৎস কংসাবতীর জল সম্পূর্ণভাবে শুকিয়ে গিয়েছে। গভীর নলকূপের মাধ্যমে নদী গর্ভ থেকেও জল উত্তোলন করা যাচ্ছে না। তাই সাহেব বাঁধকে থেকে বিকল্প পানীয় ব্যবস্থা করা যায় কিনা তারই চেষ্টা হচ্ছে।’
ইতিমধ্যেই সাহেব বাঁধের কচুরিপানা পরিষ্কারের কাজ শুরু হয়ে গিয়েছে। একটি বেসরকারি সংস্থাকে প্রায় ১৫ লক্ষ টাকা বরাদ্দ দিয়েছে পৌরসভা। সাহেব বাঁধকে সম্পূর্ণ পরিষ্কার করে পানীয় জলের উপযোগী করে তুলতে উদ্যোগী হয়েছে পৌরসভা। কবে সাহেব বাঁধ থেকে বিকল্প পানীয়র ব্যবস্থা হবে। কবে শহরবাসীর জল কষ্টে মিটবে সেই দিকেই তাকিয়ে গোটা শহরের মানুষ।
পুরুলিয়া খবর | Latest Purulia News
শর্মিষ্ঠ ব্যানার্জি





