TRENDING:

Weekend Trip|| বছর শেষের ছুটিতে পুরুলিয়া বেড়াতে আসছেন, 'এই' জায়গায় না গেলে বড় মিস

Last Updated:

Weekend Trip to Purulia offbeat: অযোধ্যা পাহাড়ের পাদদেশে অবস্থিত বামনি ফলস পর্যটকদের অন্যতম পছন্দের স্থান। তাই অযোধ্যা বেড়াতে এলে বাবলি ফলসে যান পর্যটকেরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পুরুলিয়া: সপ্তাহ ঘুরলেই বদলে যাবে বছর। ঝুলি কাঁধে ভ্রমণ পিপাসুরা বেরিয়ে পড়েছেন তাঁদের গন্তব্যের উদ্দেশ্যে। আবার অনেকেই এখনও শেষ মুহূর্তের পরিকল্পনা করতে ব্যস্ত। যদি আপনাদের ভ্রমণের সেই পরিকল্পনায় পুরুলিয়া থাকে তাহলে আপনাদের গন্তব্য হতে পারে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের পাদদেশে অবস্থিত বামনি ফলস। পুরুলিয়া আসলে অবশ্যই দেখতে ভুলবেন না এই জায়গাটি। অযোধ্যা সুন্দরীর অন্যতম আকর্ষণ এই বামনি ফলস। যার রূপে মোহিত হয়ে যাবেন আপনিও।
advertisement

এই বামনি ফলসের পাশেই রয়েছে বেশ কয়েকটি হোটেল। আপনি চাইলেই সেখানে স্টে করতে পারেন কিছুদিন। ঘোরাঘুরি করলেই তো হয়না খাওয়া-দাওয়া টাও তো চাই। খাওয়া-দাওয়ার বন্দোবস্তও রয়েছে বামনি ফলসের আশেপাশে। ফলে প্রকৃতির কোলে কিছুটা সময় কাটাতে আপনি আসতেই পারেন এই বামনি ফলসে। তাই অযোধ্যা পাহাড়ের অন্যতম দর্শনীয় স্থান এই বামনি ফলস।

advertisement

আরও পড়ুনঃ গঙ্গাসাগরে এবার দুরন্ত চমক! স্বচক্ষে দেখতে পাবেন দক্ষিণেশ্বর, তারাপীঠ সহ ৫ মন্দিরও!

পশ্চিমবঙ্গের পর্যটন মানচিত্রে পুরুলিয়া খুবই গুরুত্বপূর্ণ। পুরুলিয়ার পর্যটন শিল্পকে ঢেলে সাজাতে নানান উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য সরকার। দীঘা, মন্দারমনির পাশাপাশি পর্যটকদের পছন্দের ডেসটিনেশনের তালিকায় পুরুলিয়ার নাম অনেকখানি জায়গা করে নিচ্ছে। স্নিগ্ধ অযোধ্যা পাহাড়ের মনোরম দৃশ্য উপভোগ করতে রাজ্য সহ ভিন রাজ্য থেকে ছুটে আসছেন পর্যটকেরা।

advertisement

বছরের অন্যান্য সময় পর্যটকদের আনাগোনা হয়ে থাকলেও শীতের মৌসুমে পর্যটকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় অযোধ্যা পাহাড়ে। আর অযোধ্যা সুন্দরীর অন্যতম আকর্ষণ বামনি ফলস। তাই নতুন বছরের পূর্বে পর্যটকরা অযোধ্যা সুন্দরীর বামনি ফলসে ভিড় জমাচ্ছেন।

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

শর্মিষ্ঠা ব্যানার্জি

বাংলা খবর/ খবর/পুরুলিয়া/
Weekend Trip|| বছর শেষের ছুটিতে পুরুলিয়া বেড়াতে আসছেন, 'এই' জায়গায় না গেলে বড় মিস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল