এই বামনি ফলসের পাশেই রয়েছে বেশ কয়েকটি হোটেল। আপনি চাইলেই সেখানে স্টে করতে পারেন কিছুদিন। ঘোরাঘুরি করলেই তো হয়না খাওয়া-দাওয়া টাও তো চাই। খাওয়া-দাওয়ার বন্দোবস্তও রয়েছে বামনি ফলসের আশেপাশে। ফলে প্রকৃতির কোলে কিছুটা সময় কাটাতে আপনি আসতেই পারেন এই বামনি ফলসে। তাই অযোধ্যা পাহাড়ের অন্যতম দর্শনীয় স্থান এই বামনি ফলস।
advertisement
আরও পড়ুনঃ গঙ্গাসাগরে এবার দুরন্ত চমক! স্বচক্ষে দেখতে পাবেন দক্ষিণেশ্বর, তারাপীঠ সহ ৫ মন্দিরও!
পশ্চিমবঙ্গের পর্যটন মানচিত্রে পুরুলিয়া খুবই গুরুত্বপূর্ণ। পুরুলিয়ার পর্যটন শিল্পকে ঢেলে সাজাতে নানান উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য সরকার। দীঘা, মন্দারমনির পাশাপাশি পর্যটকদের পছন্দের ডেসটিনেশনের তালিকায় পুরুলিয়ার নাম অনেকখানি জায়গা করে নিচ্ছে। স্নিগ্ধ অযোধ্যা পাহাড়ের মনোরম দৃশ্য উপভোগ করতে রাজ্য সহ ভিন রাজ্য থেকে ছুটে আসছেন পর্যটকেরা।
বছরের অন্যান্য সময় পর্যটকদের আনাগোনা হয়ে থাকলেও শীতের মৌসুমে পর্যটকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় অযোধ্যা পাহাড়ে। আর অযোধ্যা সুন্দরীর অন্যতম আকর্ষণ বামনি ফলস। তাই নতুন বছরের পূর্বে পর্যটকরা অযোধ্যা সুন্দরীর বামনি ফলসে ভিড় জমাচ্ছেন।
শর্মিষ্ঠা ব্যানার্জি