আরও পড়ুন:
দক্ষিণবঙ্গের অন্যান্য জেলার সঙ্গে পুরুলিয়া জেলাতেও আবহাওয়ার পরিবর্তন হচ্ছে বিগত বেশ কিছুদিন ধরে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী চলতি সপ্তাহে প্রায় প্রতিদিনই বৃষ্টিতে ভিজেছে পুরুলিয়ার একাধিক জায়গা । সারাদিন মেঘাচ্ছন্ন আকাশ আর সন্ধ্যের পর হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজছে পুরুলিয়া । গত কয়েকদিন ধরে এমনই আবহাওয়া লক্ষ্য করা যাচ্ছে পুরুলিয়াতে। সকাল থেকে মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে এই জেলায় । গত কয়েকদিনের মতো বৃহস্পতিবার সন্ধ্যার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেই জানা গিয়েছে। বৃষ্টিপাত হলেও ভ্যাপসা গরম থেকে রেহাই পাচ্ছেনা পুরুলিয়াবাসী । আদ্রতাজনিত অস্বস্তি রয়েছে এখানে ।
advertisement
আরও পড়ুন: শুধুমাত্র সিনেমাই নয়, সিরিয়ালেও বিপুল বিনিয়োগ অয়নের সংস্থার! কোথা থেকে এল এত টাকা? খুঁজছে ইডি
হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে , বৃহস্পতিবার পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াস । আর সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস । রাজ্যজুড়ে ঝড় , বৃষ্টি চললেও আগামী বেশ কিছুদিন তাপমাত্রার পারদ বৃদ্ধি পাবে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। চলতি সপ্তাহ থেকেই হবে আবহাওয়ার বিরাট পরিবর্তন এমনটাই জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে।
শর্মিষ্ঠা ব্যানার্জি