TET Scam | Ayan Shil: শুধুমাত্র সিনেমাই নয়, সিরিয়ালেও বিপুল বিনিয়োগ অয়নের সংস্থার! কোথা থেকে এল এত টাকা? খুঁজছে ইডি
- Published by:Satabdi Adhikary
- Written by:Arpita Hazra
Last Updated:
ইডি সূত্রে খবর, শুধুমাত্র সিনেমাতেই নয়, অয়নের প্রোডাকশন হাউস থেকে সিরিয়ালেও বিনিয়োগ করা হয়েছিল। আর এখানেই সন্দেহ গোয়েন্দাদের।
কলকাতা: শুধুমাত্র সিনেমায় নয়, টিভি সিরিয়ালেও টাকা বিনিয়োগ করেছেন দুর্নীতি কাণ্ডে ধৃত অয়ন শীল! অন্তত এমনটাই দাবি করছে ইডি। এছাড়া, জানা গিয়েছে, বিভিন্ন প্রোডাকশন হাউসেরও আর্থিক ও বার্ষিক রিপোর্ট মিলেছে অয়নের সল্টলেকের বাড়িতে। কিন্তু, সিনেমা এবং সিরিয়ালে বিনিয়োগ করার মতো কোটি কোটি টাকা কোথা থেকে পেল অয়ন? দুর্নীতির কালো টাকা সাদা করার জন্যেই কি সিনেমার পাশাপাশি সিরিয়ালেও বিনিয়োগ? এই সমস্ত প্রশ্নেরই উত্তর খুঁজছেন ইডি-র গোয়েন্দারা।
ইডি সূত্রের খবর, ২০২০ সালে ১০ সেপ্টেম্বর একটি টিভি সিরিয়ালে অয়নের সংস্থা abs infozon pvt limited বিনিয়োগ করে। সেই নথি অয়নের বাড়ি থেকে উদ্ধারও হয়েছে। 'ইস্টার্ন ইন্ডিয়া motion picture অ্যাসোসিয়েশন' এর ২০১৯-২০ বার্ষিক আর্থিক রিপোর্ট ও অ্যাকাউন্টের হিসাবের নথিও পেয়েছে ইডি। সিনে টেকনিশিয়ান ও ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার ফেডারেশনের প্রেসিডেন্ট / সেক্রেটারিকে লেখা চিঠি উদ্ধার হয়েছে অয়নের ফ্ল্য়াট থেকে।
advertisement
আরও পড়ুন: অ্যাডিনো-হংকং ফ্লু-এর পরে ফের করোনা আতঙ্ক! নতুন ভ্যারিয়্যান্টে বাড়ছে চিন্তা
এমনকি, কৌশিক গঙ্গোপাধ্য়ায়ের পরিচালনায় 'কাবাডি কাবাডি' নামে যে সিনেমা তৈরি করার কথা ছিল, তার আউটডোরের জন্য পারমিশন কপি ও খরচের নথিও ইডি অয়নের ফ্ল্যাট থেকে পেয়েছে ইডি। এছাড়া, 'কাবাডি কাবাডি' সিনেমার জন্য খরচের ড্রাফট নথি এবং সিনেমার সারসংক্ষেপ (synopsis) ইডি-র হাতে এসেছে।
advertisement
advertisement
ইডি সূত্রে খবর, শুধুমাত্র সিনেমাতেই নয়, অয়নের প্রোডাকশন হাউস থেকে সিরিয়ালেও বিনিয়োগ করা হয়েছিল। আর এখানেই সন্দেহ গোয়েন্দাদের। একজন সামান্য প্রোমোটার থেকে রাতারাতি প্রোডাকশন হাউসের মালিক কীভাবে হয়েছিল অয়ন? ঘুরপাক খাচ্ছে প্রশ্ন। এছাড়াও, তো অয়নের নামে বিপুল সম্পত্তির হদিস পেয়েছে ইডি। অয়নের রয়েছে ফার্ম হাউস, পেট্রোল পাম্প, জমি, ফ্ল্যাট। কিন্তু, কীভাবে এত অল্প সময়ে এই বিপুল উত্থান? গোয়েন্দাদের দাবি, হুগলির বহিষ্কৃত তৃণমূল নেতা তথা, নিয়োগ দুর্নীতি কাণ্ডের অপর অভিযুক্ত শান্তনু বন্দ্যোপাধ্য়ায় ঘনিষ্ঠ অয়ন শীল আসলে নিয়োগ দুর্নীতি কাণ্ডের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত।
advertisement
আরও পড়ুন: দিল্লিতে জারি পোস্টার যুদ্ধ! নরেন্দ্র মোদির পরে এবার কেজরীওয়াল বিরোধী পোস্টার
টেট দুর্নীতি কাণ্ডে ধৃত বলাগড়ের তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্য়ায় ঘনিষ্ঠ প্রোমোটার অয়ন শীলের বাড়িতে গত শনিবার তল্লাশি চালায় ইডি। রবিবার ভোররাতে গ্রেফতার করা হয় তাঁকে। ইডি সূত্রের খবর, অয়নের সল্টলেকের ফ্ল্যাটের আলমারি থেকে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত গুচ্ছ গুচ্ছ নথি উদ্ধার হয়েছে। সেখানে ২০১৪ র তো বটেই ২০১২ টেট-এরও ওএমআর শিটের জেরক্স মিলেছে। মিলেছে প্রার্থীদের তালিকাও। আজ, বুধবার শান্তনু বন্দ্যোপাধ্য়ায় এবং অয়ন শীলকে মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে বলে মনে করা হচ্ছে।
advertisement
ARPITA HAZRA
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
March 23, 2023 1:56 PM IST