নয়াদিল্লি: দেশজুড়ে আবার বাড়ছে করোনা সংক্রমণ। গত তিনদিনে গড়ে এক হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। যা নিয়ে উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকারও। গত বৃহস্পতিবার বিকেলে তাই করোনা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে ছিলেন স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য, প্রধানমন্ত্রীর দফতরের প্রধান সচিব পি কে মিশ্র, মন্ত্রিসভার সচিব রাজীব গৌবা, নীতি আয়োগের সদস্য ভি কে পল-সহ গুরুত্বপূর্ণ দফতরের আধিকারিকরা।
গত ২ বছরের করোনা আতঙ্ক কাটিয়ে এই তো কিছুদিন আগে থেকে স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে মানুষ! আবার আগের মতো শুরু হয়েছে স্বাভাবিক জীবনযাপন। উৎসব-পালা-পার্বণ সবই উদযাপিত হচ্ছে! তারমধ্যেই হঠাৎ খারাপ খবর! ফের দাপট দেখাতে শুরু করেছে মারণ ভাইরাস! দীর্ঘ চার মাস পর ভারতের দৈনিক করোনা সংক্রমণ ভয় ধরাচ্ছে ফের।
স্বাভাবিকভাবেই বিষয়টি নিয়ে উদ্বেগে স্বাস্থ্যমন্ত্রক থেকে চিকিৎসক মহল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্যে জানা গিয়েছে, বিদেশ থেকে ভারতে আসা পর্যটকদের শরীরে প্রায়শই করোনা সংক্রমণ মিলছে। বুধবারও অস্ট্রেলিয়া থেকে রাজস্থানে বেড়াতে আসা চার পর্যটকের শরীরে পাওয়া গিয়েছে করোনাভাইরাস। ফলে সামগ্রিকভাবে রাজস্থানের পরিস্থিতি যে উদ্বেগজনক তা বলাই বাহুল্য৷ নতুন করোনা এসেছে নতুন রূপে। যার অনেক কিছুই বিজ্ঞানীদের কাছে অজানা। চিকিৎসকরাও বুঝতে পারছেন না বেশ কিছু তথ্য। যেমন বলা হচ্ছে, এখন করোনার প্রাথমিক উপসর্গ দেখা দিচ্ছে পায়ে আর কাঁধে।
রাজীব চক্রবর্তী