নয়াদিল্লি: দিল্লিতে চরমে পোস্টার যুদ্ধ। গত বুধবারই দিল্লি জুড়ে পড়েছিল বেনামী পোস্টার। পোস্টারের শ্লোগানে লেখা ছিল 'মোদি হঠাও, দেশ বাঁচাও।' কিন্তু, কারা দিয়েছিল এই পোস্টার? বিজেপির অভিযোগ, এই সব কাণ্ডের পিছনে ছিল অরবিন্দ কেজরীওয়ালের আম আদমি পার্টি। যদিও আপ-এর তরফে স্পষ্ট ভাবে এর দায় স্বীকার করা হয়নি। তবে পোস্টারের সাঁটানোর ঘটনায় ইতিমধ্যেই বেশ কয়েকজন আপ কর্মীকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। এরপরেই বৃহস্পতিবার পড়ল পাল্টা পোস্টার।
বৃহস্পতিবার সকাল হতে না হতেই দিল্লির বেশ কয়েকটি জায়গায় চোখে পড়ল আপ বিরোধী পোস্টার। পোস্টারে লেখা, "অরবিন্দ কেজরিওয়াল হঠাও, দিল্লি বাঁচাও।" বিজেপির তরফে পোস্টার সেঁটেছেন মনজিন্দর সিং সিরসা। তবে, এক্ষেত্রে নিজের নাম দিয়েই পোস্টার সেঁটেছেন ওই বিজেপি নেতা। গতকালের মতো পোস্টার বেনামী ছিল না।
আরও পড়ুন: দিল্লিতে 'মোদি হঠাও, দেশ বাঁচাও' পোস্টার ঘিরে বিতর্ক, ১০০-র বেশি FIR দায়ের পুলিশের
শুধু পোস্টারেই নয়, নিজের ভিডিওবার্তাতেও মনজিন্দর সিং শিরসা দিল্লির মুখ্যমন্ত্রীকে বেনজির ভাবে আক্রমণ করেছেন। তাঁর দাবি, মণীশ সিসোদিয়ার মতো অরবিন্দ কেজরীওয়ালও আবগারি-কাণ্ডে জড়িত। শুধু তাই নয়, ওই বিজেপি নেতার দাবি, স্কুল কেলেঙ্কারি, বাস কেলেঙ্কারি, লোকসভা হোক বা রাজ্যসভার টিকিট বিতরণ, সবক্ষেত্রেই 'ঘুষ' নেন কেজরী। এমনকি, আপ-এর মন্ত্রিপদও বিক্রি করা হয়। অভিযোগ শিরসার।
গত বুধবার সকাল সকালই পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রাজধানীতে। দিল্লির বুকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিরোধী বেনামী পোস্টার পড়ায় তোলপাড় হয়ে যায় দিল্লি। ১০০টির ও বেশি এফআইআর দায়ের করে দিল্লি পুলিশ। পোস্টার লাগানোর সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ৬ জনকে গ্রেফতারও করা হয়৷ দিল্লি পুলিশের দাবি, গোটা শহরজুড়ে প্রায় পঞ্চাশ হাজার পোস্টার লাগানোর পরিকল্পনা করা হয়েছিল৷ তবে কোন প্রেস থেকে পোস্টারগুলি ছাপানো হয়েছিল, পোস্টারের তা উল্লেখ করা ছিল না৷
আরও পড়ুন: এবার কি গ্রিন হচ্ছে কলকাতার ইয়েলো ট্যাক্সি! নতুন করে কোন বদলের ইঙ্গিত?
দিল্লি পুলিশের স্পেশ্যাল সি পি দীপেন্দ্র পাঠক জানিয়েছেন, আম আদমি পার্টির অফিস থেকে বেরনোর সময় একটি গাড়িকেও আটকানো হয়৷ সেই গাড়ির ভিতর থেকেও বেশ কিছু পোস্টার উদ্ধার করা হয়েছিল৷ যাঁদের গ্রেফতার করা হয়েছে, তাঁদের মধ্যে গাড়ির চালক এবং মালিক ও একটি ছাপাখানার মালিকও রয়েছেন৷ গত কয়েকদিন ধরেই দিল্লি জুড়ে প্রধানমন্ত্রীর বিরোধিতা করে এই ধরনের পোস্টার লাগানোর খবর পাওয়া যাচ্ছিল৷ রাস্তার ধার থেকে প্রায় ২ হাজার পোস্টার ছিঁড়েও দিয়েছিল দিল্লি পুলিশ৷ আম আদমি পার্টির অফিস থেকে বেরনো একটি গাড়ির ভিতর থেকেও প্রায় ২ হাজার পোস্টার উদ্ধার করা হয়েছে বুধবার৷
রাজীব চক্রবর্তী
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Arvind Kejriwal, Narendra Modi