এ বিষয়ে পুরুলিয়া জেলা শাসক রজত নন্দা বলেন , ডিজাস্টার ম্যানেজমেন্ট এর পক্ষ থেকে নির্দেশিকা দেয়া হয়েছে যা আগামী দুই থেকে তিন দিনের মধ্যে তাপমাত্রার পারদ অনেকটাই বাড়বে। সেই মতো স্বাস্থ্য দফতরকে সতর্ক করা হয়েছে। তাদেরকে সমস্ত দিক থেকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। এই মুহূর্তে স্কুলের জন্য কোন নির্দেশিকা আসেনি। আগামী দিনের স্কুলের জন্য যদি কোন নির্দেশিকা আসে সে বিষয়েও নজর দেওয়া হবে।
advertisement
আরও পড়ুন: দার্জিলিং তো অনেক হল! এবার গরমে যান রোহিণী! পাহাড়ের বুকে হ্রদ! জানুন
তীব্র গরমে হাঁস ফাঁস করছে জেলার মানুষ। একটু স্বস্তি পেতে অনেকেই ভিড় জমাচ্ছেন ঠান্ডা পানিয়র দোকানে , তো অনেকেই যাচ্ছেন ডাব ও শরবত এর দোকানে। অনেকেই জানিয়েছেন তীব্র গরমের কারণে তাদের অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। বিগত বছরের থেকে এ বছর গরমের প্রকোপ অনেকটাই বেশি রয়েছে। মাত্রাতিরিক্ত গরম পড়ার কারণে অনেকটাই দুশ্চিন্তার মধ্যে রয়েছেন তারা।
আরও পড়ুন:
মানভূম জেলায় হাড় হিম করা ঠান্ডা মতনই তীব্র গরম পরে। তবে এ বছর গরমের প্রকোপ অনেকটাই বেশি রয়েছে। সকালের দিকে রাস্তাঘাটে মানুষের ভিড় দেখা গেলেও সামান্য বেলা বাড়তেই লোকসংখ্যা অনেকটাই কমে যাচ্ছে রাস্তায়। বেশিরভাগ মানুষকেই দেখা যাচ্ছে ছাতা মাথায় দিয়ে , মুখ বেঁধে ও সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করে রাস্তায় বেরোতে। এই গরমের সব থেকে বেশি সমস্যার মধ্যে পড়ছেন বৃদ্ধ ও বাচ্চারা। একটু স্বস্তি দিয়ে কবে বৃষ্টির দেখা মিলবে সেই আশায় দিন গুনছে জেলার মানুষ।
শর্মিষ্ঠা ব্যানার্জি