এই বিশেষ দিনে প্রিয় মানুষকে বিভিন্ন ধরনের গিফট দিয়ে থাকেন অনেকে। নানান ধরনের গিফট এই সময় বিক্রি হতে দেখা যায়। পুরুলিয়া শহরও তার ব্যতিক্রম নয়। শহরে বিভিন্ন ধরনের গিফট দেখা গেলেও চকবাজারের একটি দোকানে চমক লাগানো গিফট পাওয়া যাচ্ছে প্রিয় মানুষকে উপহার হিসেবে দেওয়ার জন্য। আর সেই কারণেই অনেকেই ভিড় জমাচ্ছেন এই দোকানে। এমনকি ভ্যালেন্টাইন্স ডের দিনও সমান ভিড় দোকানে।
advertisement
আরও পড়ুন: ‘এই’ এটিএম-এ কার্ড পাঞ্চ করলেই মিলবে চকোলেট! কোথায়? রইল হদিশ
এ বিষয়ে ওই দোকানের ব্যবসায়ী বলেন, ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে প্রতি বছরের মত এই বছরও বিশেষ, বিশেষ গিফট রয়েছে চকবাজারের প্রায় প্রতিটি দোকানে। তার দোকানেও বেশ কিছু নতুন গিফটের সংযোজন হয়েছে। তার মধ্যে অন্যতম হল তার নিজের হাতে তৈরি করা একটি গিফট প্যাক। টেডি, চকোলেট দিয়ে তিনি নিজের হাতেই প্রতিবছর তৈরি করেন এই গিফট। আর এই স্পেশাল গিফটের চাহিদাও থাকে ভীষণ।
আরও পড়ুন: পেনসিলের উপর দেবী সরস্বতীর মূর্তি! শিক্ষকের অবাক করা কাণ্ড
এ বিষয়ে দোকানে আসা এক ক্রেতা বলেন, “এই দোকানে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে নানান ধরনের গিফট আইটেম রয়েছে। একেবারেই নিত্য নতুন কালেকশন রয়েছে প্রিয় জনকে উপহার হিসেবে দেওয়ার জন্য। দামও সাধ্যের মধ্যেই।
শমিষ্ঠা ব্যানার্জি





