TRENDING:

Panchayat Election 2023: পঞ্চায়েত ভোটের ময়দানে ওঁরা কারা? গোটা গ্রাম উত্তেজনায় ফুটছে

Last Updated:

Panchayat Election 2023: নানা কৌশলে ভরাট করা হচ্ছে গুরুত্বপূর্ণ বাঁধ ও জলাশয়গুলি, জানুন আসল রহস্য। তাই সেই সব অপকর্ম রুখতে এ বারে এলাকায় প্রার্থী হয়েছেন কাকা এবং ভাইপো।  

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া: জলাশয় বুজিয়ে তা বিক্রি করার কৌশল সাজানো হচ্ছে। যার দিকে কোনও ভ্রুক্ষেপই নেই প্রশাসনের। একের পর এক জলাশয় চুপিসারে বুজিয়ে তা বিক্রি করার কাজ চলছে পুরুলিয়ার বলরামপুরে। এমনকি জলাশয় গুলিকে বাস্তু জমি হিসাবে রেকর্ড তৈরি করে বিক্রি করারও চক্রান্ত চলছে বলরামপুরে। বলরামপুর ভূমি রাজস্ব দফতর সংলগ্ন বাঁধটিকেও বুজিয়ে দেওয়ার অভিযোগ উঠছে। এলাকার মানুষেরা বিষয়টি নিয়ে প্রশাসনের দ্বারস্ত হলেও তাতে প্রশাসন কোনওভাবেই নজরদারি করছে না বলে অভিযোগ। আর তার ফলেই ক্ষোভ তৈরি হয়েছে এলাকার মানুষদের মনে। তাই এ বারে এলাকায় প্রার্থী হয়েছেন কাকা এবং ভাইপো।
advertisement

এলাকার বাসিন্দাদের দাবি, এই বাঁধগুলি থেকে তারা মাছ চাষ করে কিছুটা আয় করত, পাশাপাশি নিত্য প্রয়োজনীয় কাজের জন্য এই বাঁধ গুলি ব্যবহার করা হত। কিন্তু জলাশয় গুলি কোনও না কোনও পদ্ধতিতে বুজিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ইট, বালি, সিমেন্ট, আবর্জনা ফেলে বাড়ির নোংরা জল জলাশয় তথা বাঁধগুলির মধ্যে প্রবেশ করিয়ে সম্পূর্ণ জলাশয় গুলিকে নষ্ট করে দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে। অনেকেই এই বাঁধের জল ব্যবহার করে নিজেদের প্রয়োজন মেটাতেন কিন্তু বর্তমানে এই বাঁধগুলির বেহাল অবস্থায় পড়ে রয়েছে। অবিলম্বে এগুলি বন্ধ করে জলাশয় গুলিকে বাঁচানোর চেষ্টা করা হোক এমনটাই দাবি রাখছেন তারা।

advertisement

আরও পড়ুনঃ পঞ্চায়েতে গ্রামের ছেলেকেই চাই! স্থানীয় ‌যুবককে দিয়ে যা করাল গ্রামবাসীরা…! অবাক TMC-CPIM-BJP

হাইরাইস বিল্ডিংয়ের ভিড়ে ক্রমশই হারিয়ে যাচ্ছে বাঁধ তথা জলাশয়। ‌একশ্রেণির মানুষ নিজেদের স্বার্থ চরিতার্থ করতে গিয়ে পুকুর ভরাট করে বহুতল আবাসন গড়ে তুলছে। ফলে নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষদের। বলরামপুরে প্রায়সই এই ঘটনা ঘটে চলেছে। বিষয়টি প্রশাসনের আওতাধীন থাকা সত্ত্বেও কোন সদুত্তর মিলছে না প্রশাসনের পক্ষ থেকে। কবে প্রশাসন বিষয়টির উপর নজরদারি করবে? কবে এলাকার গুরুত্বপূর্ণ বাঁধগুলি সংরক্ষিত হবে? সেই দিনের আশায় প্রহর গুনছে বলরামপুর এলাকার বাসিন্দারা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কাশ্মীরের উইলো কাঠ নয়! বাংলার এই কাঠেই এখন তৈরি হচ্ছে ক্রিকেট ব্যাট
আরও দেখুন

শর্মিষ্ঠা ব্যানার্জি

বাংলা খবর/ খবর/পুরুলিয়া/
Panchayat Election 2023: পঞ্চায়েত ভোটের ময়দানে ওঁরা কারা? গোটা গ্রাম উত্তেজনায় ফুটছে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল