অশুভ শক্তিকে নিধন করতে দেবী দুর্গার আগমন হতে চলেছে মর্তে। তাই দুর্গোৎসবের পূর্বেই বলরামপুরের প্রখ্যাত ছৌ নিত্য শিল্পী জগন্নাথ চৌধুরীর মালডির মিতালী মহিলা ছৌ দলের এই উপস্থাপনা। তাদের নৃত্যকলার পরিদর্শনী দেখে মুগ্ধ ভোপালবাসী।
২০২১ সাল থেকে এই মহিলা ছৌ দল বাংলা, ঝাড়খন্ড-সহ একাধিক রাজ্য এমনকি বিদেশের মাটিতেও নিজেদের নৃত্যকলা পরিবেশন করেছেন। এ বার ভোপালের মঞ্চেও তাঁদের নৃত্য মানুষের নজর কেড়েছে। এ বিষয়ে নৃত্যশিল্পীরা জানান , ভূপালের মঞ্চে অভিনয় করতে পেরে তাদের ভীষণই ভালো লেগেছে। একেবারেই ভিন্ন অভিজ্ঞতা হয়েছে তাদের। তারা চান তাদের নৃত্যকলা আগামী দিনে আরও মানুষের মধ্যে তুলে ধরতে।
advertisement
আরও পড়ুন: আবহাওয়ার বিরাট রদবদলের ইঙ্গিত! জেলায় জেলায় কী হতে চলেছে ২৪ ঘণ্টায়, রইল পূর্বাভাস
আরও পড়ুন: গঙ্গাসাগরকে বাঁচাতে নতুন মাস্টার প্ল্যান তৈরি রাজ্য সরকারের, ১৮ কোটি খরচে কী কী হবে
জঙ্গলমহলের বীররসের প্রথম মহিলা ছৌ শিল্পী মৌসুমী চৌধুরী। তাঁকে দেখেই তার বোন শ্যামলী চৌধুরী এগিয়ে আসেন। এমনকি তাঁদের দেখে অনুপ্রাণিত হয়ে গ্রামের অনেক কিশোরী ও বালিকারা এই শিল্পকলায় অংশগ্রহণ করেছেন। বহু কাঠখড় পুড়িয়ে আজ তাঁদের এই সফলতা। তাঁদের সৌদল যেভাবে দেশ ও বিদেশের মঞ্চ কাঁপাচ্ছে, আগামী দিনে তাঁদের শিল্পকলার আরও প্রসার ঘটবে এমনটাই আশা করা যাচ্ছে।
শমিষ্ঠা বন্দ্যোপাধ্যায়